রবিবার, ২১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

৩০ জুলাই ফেরার কথা হাথুরাসিংহের

ক্রীড়া প্রতিবেদক

৩০ জুলাই ফেরার কথা হাথুরাসিংহের

টি-২০ বিশ্বকাপ শেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে যান চন্ডিকা হাথুরাসিংহে। ছুটি শেষে ১৭ জুলাই ঢাকায় আসার কথা ছিল টাইগার কোচের। কিন্তু দেশের উ™ভূত পরিস্থিতিতে ঢাকায় আসতে পারেননি। তিনি না এলেও ঢাকায় চলে এসেছেন তার কোচিং স্টাফ সদস্য আন্দ্রে অ্যাডামস, নিক পোথাস ও ডেভিড হেম্প। হাথুরাসিংহে ঢাকায় আসার কথা ৩০ জুলাইয়ের মধ্যে। যদি সে সময় না আসেন, তাহলে দুটি তিনদিনের ম্যাচ পর্যবেক্ষণ করা মিস করবেন টাইগার কোচ। পাকিস্তান সফরে দুটি  টেস্ট খেলতে ১৭ আগস্ট ঢাকা ছাড়বে বাংলাদেশ। সফরে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলবে ২১-২৫ আগস্ট এবং করাচিতে দ্বিতীয় টেস্ট ৩০ আগস্ট-৩ সেপ্টেম্বর। এরপর  পাকিস্তান সফরের পর ভারত সফর করবে টাইগাররা। সফরে ২টি টেস্ট ও ৩টি টি-২০ খেলবে দুই দল। অক্টোবর-নভেম্বরে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২ টেস্ট এবং ৩টি করে ওয়ানডে টি-২০ খেলবে।          

সর্বশেষ খবর