মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

শাহীন্স ১৪৯ রানে হারাল এইচপিকে

ক্রীড়া প্রতিবেদক

তৃতীয় দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পাকিস্তান শাহীন্স বা পাকিস্তান ‘এ’। গতকাল চতুর্থ দিনে ১৪৯ রানের জয় তুলে নেয় পাকিস্তান শাহীন্স। বিসিবি হাইপারফরম্যান্স ইউনিট (এইচপি) এখন অস্ট্রেলিয়ার ডারউইনে। নর্দার্ন টেরিটরির ডিএক্সএ অ্যারিনায় সফরের প্রথম চার দিনের ম্যাচটি খেলেছে এইচপি। আরও একটি ম্যাচ খেলবে। ৪২৯ রানের টার্গেট এইচপি বিনা উইকেটে ২০ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল। হাতে ১০ উইকেট নিয়ে আরও ৪০৯ রানের টার্গেটে চতুর্থ দিন খেলতে নামে এইচপি। ২৭৯ রানের বেশি করতে পারেনি। অমিত মজুমদার সর্বোচ্চ ৭১, পারভেজ হোসেন ইমন ৫৭ ও শাহাদাত দীপু ৪২ রান করেন। শাহীন্সের বাঁ হাতি স্পিনার মেহরান মুনতাস ৮৪ রানের খরচে নেন ৪ উইকেট। ৩ উইকেটে ৪৬৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল শাহীন্স। মোহাম্মদ হুরায়রা ২১৮ ও কামরান গোলাম অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন। এইচপির রিপন মন্ডল ২টি ও হাসান মুরাদ ১ উইকেট নেন। জবাবে প্রথম ইনিংসে এইচপির সংগ্রুহ ২৬৬ রান।

 বাঁ হাতি ওপেনার সাদমান ইসলাম ৮৮, আইচ মোল্লা ৭০, শাহাদাত দীপু ৩৬ রান করেন। শাহীন্সের পক্ষে খুররম শাহেদ ৬ উইকেট নেন ৭২ রানের খরচে। ২০২ রানে এগিয়ে শাহীন্স দ্বিতীয় ইনিংস ঘোষণা ৩ উইকেটে ২২৬ রান তোলে। ওমর বিন ইউসুফ অপরাজিত থাকেন ১০০ রানে। রিপন, রেজাউর রহমান সোহাগ ও মুকিদুল ইসলাম ১টি করে উইকেট নেন।

 

সর্বশেষ খবর