বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

সাগরিকার হ্যাটট্রিকে বড় জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

সাগরিকার হ্যাটট্রিকে বড় জয় বাংলাদেশের

খেলাধুলায় গতকাল দিনটি ছিল বাংলাদেশের মেয়েদের। ক্রিকেটে এশিয়া কাপে রানের বন্যায় মালয়েশিকে ভাসিয়ে নিগাররা সেমিফাইনাল নিশ্চিত করেছেন। ফুটবলেও নারী জাতীয় দল জয়ের উৎসবে মাঠ ছেড়েছেন। তবে তা ছিল প্রীতি ম্যাচে। সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে নেপালে নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার কথা। সে লক্ষ্যে সাবিনা খাতুনরা প্রস্তুতি হিসেবে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেন। থিম্পুর চালিং মিথান স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে শুরুতে চমকে যায় বাংলাদেশ। অপেক্ষাকৃত দুর্বল ভুটান গোল করে এগিয়ে যায়। তার পরও দ্বিতীয়ার্ধে উজ্জীবিত হয়ে বাংলাদেশ ৫-১ গোলে জিতে যায়।

ম্যাচের ১৩ মিনিটে রক্ষণভাগের ভুলে গোল হজম করে বাংলাদেশ। ভুটানের অধিনায়ক প্রেমা চোদেন শেরি জালে বল পাঠান। প্রথমার্ধে ১ গোলে এগিয়ে থাকে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল পেতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। ৪৮ মিনিটে সাগরিকার গোলে ম্যাচের সমতা ফিরে। গোল খেয়েই ম্যাচ থেকে ছিটকে যায় ভুটান। পাঁচ মিনিট পর ব্যবধান ২-১ করেন অধিনায়ক সাবিনা খাতুন। স্বাগতিকদের রক্ষণভাগ ভেঙে চুরমার করে  দেয় লাল-সবুজের দল। দুর্দান্ত শটে দলের তৃতীয় গোল করেন ঋতুপর্ণা চাকমা। শেষের দিকে আরও ২ গোল করে হ্যাটট্রিক পূরণ করেন সাগরিকা।

ম্যাচ শেষে অধিনায়ক সাবিনা বলেন, ‘জিতব এ আত্মবিশ্বাস আমাদের ছিল। তবে প্রথমে গোল খেয়ে কিছুটা হলেও চমকে যায়। পরে ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। ম্যাচে সাগরিকা খুবই ভালো খেলেছে। এবার সাফ চ্যাম্পিয়নশিপে তাকে দেখা যাবে তা আমি নিশ্চিত। বড় জয় পেয়ে আমরা খুশি। তবে দুটি ম্যাচে অবশ্যই ভুল ধরা পড়বে। আশা করি তা সংশোধন করেই নেপালে সাফ চ্যাম্পিয়নশিপে মাঠে নামব।’ ২৭ জুলাই ভুটানের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচে খেলবে বাংলাদেশ।

সর্বশেষ খবর