বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

দেশি-বিদেশি মিলিয়ে শক্তিশালী শেখ জামাল

ক্রীড়া প্রতিবেদক

দেশি-বিদেশি মিলিয়ে শক্তিশালী শেখ জামাল

পেশাদার ফুটবলে দলবদল চলছে। তবে দেশের জনপ্রিয় ক্লাব শেখ জামাল ধানমন্ডি অনেকটা ঘর গুছিয়ে নিয়েছে। আসন্ন মৌসুমে  কেমন দল গড়ছে তারা?

এ নিয়ে গতকাল কথা হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবল দলের ম্যানেজার ফারাজ হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘শেখ জামালের একটাই লক্ষ্য থাকে শিরোপা। সমর্থকরাও চায় দলের সাফল্য। সেদিকে চোখ রেখে প্রতি মৌসুমেই শক্তিশালী দল গড়ে শেখ জামাল। গেল মৌসুমে আমরা লিগ বা টুর্নামেন্টে সন্তোষজনক ফল অর্জন করতে পারেনি। এবার তাই দলের শক্তি বাড়াতে বুঝেশুনে দল সাজানো হচ্ছে। গেলবার যারা নজরকাড়া পারফরম্যান্স প্রদর্শন করেন তাদের সঙ্গে নতুন চুক্তি করা হয়েছে। নতুনভাবে স্থানীয়দের আনা হচ্ছে। শক্তিশালী ব্যালেন্সড দল গড়তে এবার মানসম্পন্ন বিদেশি খেলোয়াড়দের দলভুক্ত করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনকে চূড়ান্তও করা হয়েছে।’

স্থানীয়দের মধ্যে কারা শেখ জামালে যোগ দিয়েছেন? ফারাজ বলেন, ‘দলবদল এখনো চলমান। তাই চূড়ান্ত বলার সময় আসেনি। এখন পর্যন্ত পুলিশ এফসির গোলরক্ষক লিটন, ঢাকা আবাহনীর সুশান্ত ত্রিপুরা, বসুন্ধরা কিংসের সাব্বির ও পুলিশের কাজিম শাহ্কে দলে নেওয়া নিশ্চিত করা হয়েছে। তা ছাড়া পুরনোদের মধ্যে দুই গোলরক্ষক ইসহাক ও জিয়া। মানিক, কিরণ, তাজ, শাকিল, দিপু, আলফাজ, আবু সাঈদ, কৌশিক, আল-আমিন, সাজ্জাদ ছাড়া আরও কজন রয়েছেন। যারা দলকে ভালো কিছু উপহার দিতে পারবেন। তাদের মান দেখেই দলে রাখা হয়েছে। এটাও ঠিক কয়েকজন খেলোয়াড় দল ছাড়লেও তার প্রভাব পড়বে মনে হয় না। প্রতিপক্ষকে বিপাকে ফেলবে তা মাথায় রেখে মানসম্পন্ন বিদেশি খেলোয়াড় সংগ্রহ করা হচ্ছে। আবাহনীতে খেলে যাওয়া ব্রাজিলের ওয়াশিংটন, বসুন্ধরা কিংসের দ্রিদিয়েকে আমরা নিশ্চিত করেছি। উজবেকিস্তান ও আরেক ব্রাজিলিয়ানের সঙ্গে কথা চলছে। চলতি মাসেই সব চূড়ান্ত হয়ে যাবে।’ ফারাজ বলেন, ‘গেলবার কোচ ভোগান্তির কারণেই আমরা ততটা সুবিধা করতে পারিনি। এবার তাই আগেই কোচ চূড়ান্ত করা হয়েছে। রোমানিয়ার পরীক্ষিত কোচ অ্যারিস্টিকা সিওয়াবা দায়িত্ব পালন করবেন। সবমিলিয়ে নতুন মৌসুমে শেখ জামাল নতুনরূপে জেগে উঠবে আশা করি। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দলের ক্যাম্প শুরু হবে।’

সর্বশেষ খবর