বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

শ্রীলঙ্কার নতুন টি-২০ অধিনায়ক আসালঙ্কা

ক্রীড়া ডেস্ক

টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব টপকাতে পারেনি শ্রীলঙ্কা। সুপার এইটে উঠতে না পারার ব্যর্থতায় দ্বীপরাষ্ট্রের টি-২০ অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা নেতৃত্ব ছেড়ে দেন। তার জায়গায় নতুন অধিনায়কের নিয়োগ দিয়েছে বোর্ড। ২৭ জুলাই ভারতের বিপক্ষে শুরু হচ্ছে ৩ ম্যাচের টি-২০ সিরিজ। সিরিজে দ্বীপরাষ্ট্রকে নেতৃত্ব দেবেন চারিথ আসালঙ্কা। রোহিত শর্মা অবসর নেওয়ায় ভারতের নতুন টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব। সিরিজটিতে ভারতের নতুন কোচ গৌতম গম্ভীর। সিরিজের ম্যাচ তিনটি যথাক্রমে ২৭, ২৮ ও ৩০ জুলাই। টি-২০ বিশ্বকাপের পরপরই নেতৃত্ব ছেড়ে দেন হাসারাঙ্গা। ‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের পরে ছিল শ্রীলঙ্কা। আসালঙ্কা অবশ্য এর আগেও নেতৃত্ব দিয়েছেন দেশকে। বাংলাদেশের বিপক্ষে দুটি টি-২০ ম্যাচে হাসারাঙ্গার অবর্তমানে নেতৃত্ব দিয়েছিলেন। আইসিসির আচরণবিধি ভাঙায় হাসারাঙ্গা দুই ম্যাচ নিষিদ্ধ ছিলেন। আসালঙ্কার নেতৃত্বে এবার এলপিএলে চ্যাম্পিয়ন হয়েছে জাফনা কিংস। অনূর্ধŸ-১৯ যুব দলেরও অধিনায়ক ছিলেন তিনি। ভারত সিরিজে ফিরেছেন কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো ও বিনুরা ফার্নান্দো। বাদ পড়েছেন অ্যাঞ্জেলা ম্যাথিউস, সাদিরা সামারাবিক্রমা, ধানাঞ্জয়া ডি সিলভা ও দিলশান মাদুশাঙ্কা।

 

 

সর্বশেষ খবর