শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা
সেমিতে মুখোমুখি বাংলাদেশ-ভারত

নিগারদের ফাইনালে ওঠার লড়াই

ক্রীড়া প্রতিবেদক

নিগারদের ফাইনালে ওঠার লড়াই

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দেশের নারী ক্রিকেটকে আমূল পাল্টে দেওয়ার অন্যতম কারিগর। নিজে খেলছেন এবং সামনে থেকে অন্যদের খেলাচ্ছেন। নারী টি-২০ এশিয়া কাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ঢাকা ছাড়েন নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় হেরেছে নিগার বাহিনী। কিন্তু পরের দুই ম্যাচে থাইল্যান্ড ও মালয়েশিয়াকে উড়িয়ে সেমিফাইনালের স্বপ্ন পূরণ করে বাংলাদেশ। ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনাল খেলবে আজ। ডাম্বুলার রাঙ্গিলি স্টেডিয়ামে দুপুর আড়াইটায় দ্বিতীয়বার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আসরের সবচেয়ে সফল দল ভারতের। কোনো সন্দেহ নেই নারী টি-২০ এশিয়া কাপে বাংলাদেশ-ভারত সবচেয়ে হেভিওয়েট ম্যাচ। ২৮ জুলাই ফাইনালের আগে পর্যন্ত আট আসরের সাতটিতেই চ্যাম্পিয়ন ভারত। বাকি একবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। দুই চ্যাম্পিয়ন আজ ফাইনালে উঠতে মুখোমুখি হচ্ছে। সন্ধ্যা সাড়ে ৭টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান।

সেমিফাইনালের প্রতিপক্ষ ভারত অনেক বেশি শক্তিশালী। দেশটির বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশ ১৩ টি-২০ ম্যাচ খেলেছে। দুটি জিতেছে। ২০১৮ সালে মালয়েশিয়ার কিনরারায় টি-২০ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ

প্রথম ম্যাচে বাঁ হাতি ওপেনার মুর্শিদা খাতুনকে একাদশের বাইরে রেখেছিল টিম ম্যানেজমেন্ট। সে ম্যাচে নিগার বাহিনীর সংগ্রহ ছিল ২০ ওভারে ৮ উইকেটে ১১১ রান। হেরেছিল ১৭ বল আগে ৭ উইকেটে। পরের দুই ম্যাচে ফেরেন এবং বাজিমাত করেন বাঁ হাতি ওপেনার। থাইল্যান্ডের ৯৬ রান টপকাতে নারী দল জয় পায় ৭ উইকেটে। ৫০ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন মুর্শিদা। মালয়েশিয়ার বিপক্ষেও খেলেন ৮০ রানের নান্দনিক ইনিংস। বাংলাদেশের কোনো নারী ক্রিকেটার এশিয়া কাপে টানা দুই ম্যাচে হাফসেঞ্চুরি করেন এবং ম্যাচসেরা হন। দুই ম্যাচে ৬৫ গড়ে রান করেছেন ১৩০। শুধু মুর্শিদা নন, ভালো ব্যাটিং করছেন আরেক ওপেনার ডালিয়া আক্তারও। অধিনায়ক নিগার তিন ম্যাচের দুই ইনিংসে রান করেছেন ১১০। শ্রীলঙ্কা ম্যাচে ৪৮ রানে অপরাজিত থাকার পর মালয়েশিয়া ম্যাচেও অপরাজিত থাকেন ৬২ রানে। ওয়ান ডাউনে দারুণ ব্যাটিং করছেন ইশমা। বল ও ব্যাট হাতে অলরাউন্ডিং পারফরম্যান্স করছেন লেগ স্পিনার স্বর্ণা আক্তার, রিতু মণি। ব্যাটিংয়ের চেয়ে নারী দলের স্পিন অ্যাটাক অনেক বেশি শক্তিশালী। দলের সেরা অস্ত্র বাঁ হাতি স্পিনার নাহিদা আক্তার। দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন। তিন ম্যাচে ১২ ওভারে ৩.২৫ স্ট্রাইক রেটে ৩৯ রানের খরচে নেন ৫ উইকেট। লেগ স্পিনার রাবেয়া খান ১০ ওভারে ৪৪ রানের খরচে নেন ৫ উইকেট। বাঁ হাতি স্পিনার জেসমিন ৩টি, সিম বোলার রিতু মণি ৩টি এবং ১টি করে উইকেট নেন জাহানারা আলম ও স্বর্ণা।

সেমিফাইনালের প্রতিপক্ষ ভারত অনেক বেশি শক্তিশালী। দেশটির বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশ ১৩ টি-২০ ম্যাচ খেলেছে। দুটি জিতেছে। ২০১৮ সালে মালয়েশিয়ার কিনরারায় টি-২০ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে ভারতের ২০ ওভারে ৭ উইকেটে ১৪১ রান টপকে জিতেছিল ৭ উইকেটে। ফাইনালে ৩ উইকেটে জিতেছিল শেষ বলে। এখন পর্যন্ত এ দুই ম্যাচেই জিতেছে বাংলাদেশ নারী দল। বাকি ১১ ম্যাচে হেসেছে ভারত। হারমানপ্রীত কাউর, স্মৃতি মান্দানা, শেফালি ভার্মা, দীপ্তি শর্মার ভারত এবারও খেলছে ফেবারিট হয়ে। কাউর বাহিনী ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনাল খেলছে। দলটি পাকিস্তানকে ৭ উইকেটে, সংযুক্ত আরব আমিরাতকে ৭৮ রানে ও নেপালকে ৮১ রানে হারায়। আজকের লড়াইয়ের আগে দুই দল চলতি বছর পাঁচটি ম্যাচ খেলেছে পরস্পরের বিপক্ষে। দুই দলের সর্বশেষ ছয় ম্যাচের পাঁচটিতে নিগারররা খেলেন সিলেটে এবং বাকিটা খেলেছেন গুয়াংজুতে। সব কটিতে জিতেছে ভারত।

ফাইনালে দুই দল শক্তিশালী একাদশ নিয়ে খেলবে। দ্বিতীয়বার ফাইনাল খেলতে নিগার বাহিনীকে শতভাগের ওপর খেলতে হবে।

সর্বশেষ খবর