শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

র‌্যাঙ্কিংয়ে ৪৫তম আর্চার সাগর

ক্রীড়া ডেস্ক

র‌্যাঙ্কিংয়ে ৪৫তম আর্চার সাগর

প্যারিসের ইনভেলিডস স্টেডিয়াম আর্চারির ভেন্যু। গতকাল রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টের র‌্যাঙ্কিং লড়াই হয়েছে অনুশীলন ভেন্যুতেই। বাংলাদেশের আর্চার সাগর ইসলামের দিকে তাকিয়ে ছিল। প্যারিসে আগত ক্রীড়াঙ্গনের সবার চোখও ছিল তার দিকে। প্রায় ঘণ্টা দুয়েক সময় লেগেছে র‌্যাঙ্কিং রাউন্ডের ৭২ তীর ছুড়তে। সাগর প্রথম দিকে শীর্ষ দশের মধ্যেই ছিলেন। আকস্মিকভাবে একটি তীর বোর্ডেই রাখতে পারেননি। তখনই ছন্দপতন ঘটে। ৭২ তীর ছোড়া শেষে সাগরের পয়েন্ট দাঁড়ায় ৬৫২। ৬৪ জনের মধ্যে অবস্থান ৪৫তম। র‌্যাঙ্কিং রাউন্ডে সাগরের ৬৭০+ স্কোর গড়ার কীর্তি রয়েছে। অলিম্পিকে এর চেয়ে বিশ স্কোর কমই হয়েছে। এরপরও তৃপ্তির ঢেকুর সাগরের কণ্ঠে। তিনি বলেন, ‘আমি অখুশি নই, একটি শট মিস না হলে আরেকটু ভালো হতে পারত অবস্থান। এরপরও অসন্তুষ্টি নয়।’ শট মিস হওয়ার কারণ সম্পর্কে বলেন, ‘আসলে এখানে আবহাওয়া একটু ভিন্ন ধরনের। তাই সব সময় তীরের ওপর নিয়ন্ত্রণ ও অ্যাকুরেসি রাখা সম্ভব হয় না’।

সর্বশেষ খবর