শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা
অলিম্পিকের টুকিটাকি

৩৭ উদ্বাস্তু ক্রীড়াবিদ

ভূখণ্ড আছে। কিন্তু স্বীকৃতি নেই। পতাকা নেই। জাতীয় সংগীত নেই। প্যারিস অলিম্পিকে এমন উদ্বাস্তু পরিচয়ের ৩৭ ক্রীড়াবিদ লড়াইয়ে নামছেন। এরা খেলবেন অলিম্পিকের ব্যানারে। ১২টি দেশের ৩৭ ক্রীড়াবিদ অংশ নেবেন সাঁতার ও কুস্তির মতো ডিসিপ্লিনে। প্রথমবার উদ্বাস্তু ক্রীড়াবিদরা অংশ নিয়েছিলেন ২০১৬ সালে রিও অলিম্পিকে। সেবার অংশ নিয়েছিলেন ১০ ক্রীড়াবিদ। টোকিও অলিম্পিকেও অংশ নিয়েছিলেন উদ্বাস্তুরা। এমন একটি প্রতিনিধি দলের পতাকা বহন করবেন সিন্ডি গাম্বা। যার জন্ম ক্যামেরুনে। এখন তিনি উদ্বাস্তু। অলিম্পিকে অংশ নিয়ে গাম্বা বলেন, ‘আমরা সব উদ্বাস্তু একটাই দল। আমরা খেলোয়াড়। সেই সঙ্গে আমরা যোদ্ধা। আমরা সবাই ক্ষুধার্ত খেলোয়াড়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর