শনিবার, ২৭ জুলাই, ২০২৪ ০০:০০ টা

অলিম্পিক মশাল জ্বলল

ক্রীড়া ডেস্ক

অলিম্পিক মশাল জ্বলল

স্যেন নদীতে অলিম্পিকের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে শরণার্থী দল-এএফপি

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো প্যারিস অলিম্পিক। স্মরণকালের সবচেয়ে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান দেখল বিশ্ববাসী। অবশ্য ২৪ জুলাই ফুটবল ও রাগবি দিয়ে শুরু হয়েছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। ২৫ জুলাই শুরু হয়েছে আর্চারি ও হ্যান্ডবল। ফ্রান্সের রাজধানী প্যারিসে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অলিম্পিকের ৩৩তম আসর শুরু করেছে আয়োজকরা। অলিম্পিকের মশাল গত এপ্রিলে গ্রিসের অলিম্পিয়াতে প্রজ্বালন করা হয়। এরপর একশ দিন ধরে এই মশাল বিভিন্ন শহর ঘুরেছে। গত রাতে অলিম্পিকের বিশাল মশাল জ্বালানো হয়। প্যারিসের স্যেন নদীর তীরে দাঁড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠান দেখেন হাজার হাজার মানুষ। সেই আয়োজনে ছিল ফ্রান্সের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রদর্শনী। বিশ্বকে এক সুতোয় বেঁধে রাখার প্রত্যয়ে শুরু হয়ে গেল দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ। ৩২টি ক্রীড়া ডিসিপ্লিনে ৩২৯টি ইভেন্টে সাড়ে ১০ হাজারেরও বেশি ক্রীড়াবিদ এবারের অলিম্পিকে লড়াই করবেন। ১৯৮৪ সাল থেকে বাংলাদেশ নিয়মিত অংশ নিচ্ছে অলিম্পিকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর