শনিবার, ২৭ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ব্যাটিং বিপর্যয়ে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

গোটা বিশ্বের নজর এখন প্যারিসের দিকে। ল্যুভর মিউজিয়ামের শহর, আইফেল টাওয়ারের শহর, প্রেম-ভালোবাসার শহর প্যারিসে বসেছে বিশ্বের সবচেয়ে জমকালো আসর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিক। তখন বার্মিংহামে সাদা পোশাক, লাল বলে টেস্ট খেলছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। টেস্টের প্রথম দিন গতকাল। ইংলিশ পেসার মার্ক ওড, গাস অ্যাটকিনসন, ক্রিস ওয়ক্সের সাঁড়াশি আক্রমণে ২৮২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ১১৫ রানে ৫ উইকেট খুইয়েছিল। ষষ্ঠ উইকেট জুটিতে সেই ধাক্কা সামলে নেন জেসন ফোল্ডার ও জশুয়া ডি সিলভা ১০৯ রান যোগ করে। হোল্ডার আউট হয়েছেন ৫৯ রানে। ডি সিলভা করেন ৪৯ রান। স্বাগতিকদের পক্ষে অ্যাটকিনসন ৪টি ওড ২টি ও ওয়ক্স ৩ উইকেট নেন। ইংল্যান্ড ব্যাটিং করতে নেমে ক্যারিবীয় পেসার আক্রমণে বিপর্যয়ে পড়ে। প্রথম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৩৮ রান। আজ হাতে ৭    উইকেট ও ২৪৪ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামবে।

সর্বশেষ খবর