শনিবার, ২৭ জুলাই, ২০২৪ ০০:০০ টা
অলিম্পিকের টুকিটাকি

প্যারিসে চুরির শিকার জিকো

ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার জিকো। প্যারিস অলিম্পিকে এসেছেন ব্রাজিলিয়ান অলিম্পিক ডেলিগেশন দলের সদস্য হয়ে। ভালোবাসার নগরী, প্রেমের নগরী, সংস্কৃতির নগরী, সৌন্দর্যের নগরীতে এসে চোরের কবলে পড়েছেন ব্রাজিলের সাবেক ফুটবল তারকা। ডাকাতরা ৪ লাখ ২০ হাজার পাউন্ড সমমানের দামি ঘড়ি ও জুয়েলারিসহ তার ব্রিফকেস নিয়ে গেছে। ফ্রান্স ব্রিগেড বিষয়টি তদন্ত করছে। ১৯৫৩ সালে জন্ম নেওয়া ৭১ বছর বয়সী জিকো তিনবার ব্রাজিলের হয়ে ১৯৭৮, ১৯৮২ ও ১৯৮৬ সালে বিশ্বকাপ খেলেছেন। কিন্তু বিশ্বকাপ জেতা হয়নি। তাকে বলা হয় পেলে পরবর্তীযুগের সেরা ফুটবলার। ১৯৮২ সালের ব্রাজিল ফুটবল দলকে বলা হয় ফুটবল ইতিহাসের সেরা দল।

সর্বশেষ খবর