রবিবার, ২৮ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ভারতের আট নাকি শ্রীলঙ্কার প্রথম

ফাইনাল আজ

ক্রীড়া প্রতিবেদক

ভারতের আট নাকি শ্রীলঙ্কার প্রথম

নারী টি-২০ এশিয়া কাপের বাংলাদেশ-ভারত প্রথম সেমিফাইনাল ছিল একপেশে। শ্রীলঙ্কা-পাকিস্তান দ্বিতীয় সেমিফাইনাল ছিল জমজমাট। শুরু থেকে শেষ পর্যন্ত দুই দলের দিকেই হেলেছে ম্যাচটি। ফাইনালে উঠতে শেষ ওভারে জয়ের জন্য স্বাগতিক শ্রীলঙ্কার দরকার ৩ রান। পাকিস্তানের অধিনায়ক নিদা ধার ওভারের প্রথম ৩ বলে কোনো রান দেননি। উল্টো ১ উইকেট নিয়ে চাপে ফেলেন স্বাগতিকদের। শেষ ৩ বলে দরকার ৩ রান। চতুর্থ বলে ১ রান নেয় স্বাগতিকরা। জমে ওঠে ম্যাচ। শেষ ২ বলে ২ রান। পঞ্চম বলে স্টাম্পিংয়ের আশায় ওয়াইড করেন নিদা। উইকেটরক্ষক স্টাম্পিং মিস করেন। দুই দলের স্কোর ‘টাই’। পঞ্চম বলে ১ রান নিয়ে ফাইনালে ওঠার জয়োৎসবে মেতে ওঠে শ্রীলঙ্কা। চামারি আতাপাত্তুর শ্রীলঙ্কা ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার এবং হারমানপ্রীত কাউরের ভারত ১০ উইকেটে বাংলাদেশকে হারিয়ে টানা নবমবার ফাইনালে ওঠে। ডাম্বুলার রাংগিলি স্টেডিয়ামে আজ বিকাল সাড়ে ৩টায় ভারত অষ্টমবার শিরোপা উৎসব করতে মাঠে নামবে। শ্রীলঙ্কা নামবে প্রথমবার শিরোপা জিততে।

দুই বছর আগে ২০২২ সালে সিলেটে নারী টি-২০ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা। রেণুকা সিংয়ের বিধ্বংসী বোলিংয়ে ৮ উইকেটে জিতে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার দুই দলের অধিনায়ক ছিলেন হারমানপ্রীত ও চামারি। এবারও দুজনে অধিনায়ক। দুজনে রয়েছেন দারুণ ফর্মে। দুই অধিনায়ক দলের ব্যাটিংয়ের মূল ভরসা। লঙ্কান অধিনায়ক চামারি আসরে এখন পর্যন্ত একমাত্র সেঞ্চুরিয়ান। মালয়েশিয়ার বিপক্ষে ১১৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। চার ম্যাচে ১২১.৫০ গড়ে তার রান ২৪৩। হারমানপ্রীত ব্যাটিং করেছেন তিন ম্যাচের দুই ইনিংসে। ৭১ গড়ে রান করেন ৭১। বল হাতে ভারতের রেণুকা সিং দারুণ করছেন। চার ম্যাচে ৭ উইকেট নিয়েছেন। অফ স্পিনার দীপ্তি শর্মা ৯ ও বাঁ হাতি স্পিনার রাধা যাদব নেন ৬ উইকেট। স্বাগতিকদের পক্ষে প্রাভোহানি ও ফার্নান্দো ৪টি করে উইকেট নেন।

শ্রীলঙ্কার পরিচিত পরিবেশ। দর্শক সমর্থন রয়েছে। সুতরাং আজ নতুন উদ্দীপনায় খেলবে। শ্রীলঙ্কার মাঠে ২০০৮ সালে দুই দল আরও একবার ফাইনাল খেলেছিল। সেবার ওয়ানডে এশিয়া কাপ ভারত জিতেছিল ১৭৭ রানে। ওয়ানডে এশিয়া কাপে দুই দল পরস্পরের বিপক্ষে খেলেছে তিনবার এবং সব ফাইনালই জিতেছে ভারত। নারী এশিয়া কাপে বরাবরই ভারত ফেবারিট। সেটা ওয়ানডে কিংবা টি-২০ ফরম্যাটেও।

 

 

সর্বশেষ খবর