সোমবার, ২৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা

নারী এশিয়ান ক্রিকেটে নতুন চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক

নারী এশিয়ান ক্রিকেটে নতুন চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

এশিয়া কাপ নারী ক্রিকেটে ভারতের ছিল একাধিপত্য। ২০০৪ সালে শুরু হওয়া এ টুর্নামেন্টে টানা চ্যাম্পিয়ন হয় তারা ২০১৬ সাল পর্যন্ত। ছয়বার। চারবার শ্রীলঙ্কা ও দুবার পাকিস্তানের মেয়েদের হারিয়েছে এ সময়ের মধ্যে। তবে ২০১৮ সালেই দৃশ্যপট বদলে যায়। ফাইনালে দুর্দান্ত দাপট দেখিয়ে ভারতকে হারিয়ে দেয় বাংলাদেশের মেয়েরা। ২০২২ সালে ফের ভারত চ্যাম্পিয়ন। এবার প্রতিপক্ষ পুরনো শ্রীলঙ্কা। সবাই ভেবেছিল, ভারতের আধিপত্যটা বুঝি পুরনো রূপেই ফিরল! তবে আরও একবার তাদের আধিপত্য শেষ হয়ে গেল। এবার শ্রীলঙ্কা। এশিয়া কাপ নারী ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মেয়েরা। গতকাল ডাম্বুলায় অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে তারা।

ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ভারতের মেয়েরা ১৬৬ রান সংগ্রহ করে ২০ ওভারে। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন স্মৃতি মান্ডানা। তিনি ৪৭ বলে ১০টি চারের মারে এই ইনিংস খেলেন। এ ছাড়া ভারতের পক্ষে রিচা ঘোষ ৩০, জেমিমাহ ২৯ ও সেফালি ভার্মা ১৬ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে কাবিশা দিলহারি ২টি এবং উদেশিকা, সাচিনি ও চামারি ১টি করে উইকেট শিকার করেন। জবাবে ১৮.৪ ওভারে ২ উইকেটে ১৬৭ রান করে ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কার মেয়েরা। দলের পক্ষে ৫১ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন হারশিতা সামারাবিক্রমা। এ ছাড়া চামারি আতাপাত্তু ৬১ এবং কাবিশা দিলহারি ৩০ রান করেন। ম্যাচসেরা হন হারশিতা ও সিরিজসেরা হন চামারি।

 

সর্বশেষ খবর