মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

চলে গেলেন স্বাধীন বাংলা দলের ফুটবলার সুরুজ

ক্রীড়া প্রতিবেদক

চলে গেলেন স্বাধীন বাংলা দলের ফুটবলার সুরুজ

আমিনুল ইসলাম সুরুজ

চলে গেলেন স্বাধীন বাংলা দলের ফুটবলার আমিনুল ইসলাম সুরুজ। গতকাল এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা দল ভারতের বিভিন্ন রাজ্যে প্রদর্শনী ম্যাচ খেলে ফান্ড সংগ্রহ করে। সেই দলে খেলেছিলেন আমিনুল ইসলাম সুরুজ। তরুণ বয়সেই ছুটে যান ভারতে। অবশ্য ওই সময়ে তিনি পরিচিত ফুটবলার ছিলেন না। ঢাকার লিগেও খেলার অভিজ্ঞতা ছিল না। বরিশাল থেকে মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭২ সালে সুরুজ যোগ দেন ঢাকা মোহামেডানে। স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন দলে নিয়মিত খেলেন। ১৯৭৩ সালেও খেলেন ঐতিহ্যবাহী ক্লাবে। সেই থেকে লেফট আউট পজিশনে দর্শকের দৃষ্টি কাড়েন। সুরুজই প্রথম ফুটবলার এক লিগে দুই হ্যাটট্রিক করেন। তখন টানা তিন গোল করলে হ্যাটট্রিক হতো। ১৯৭৩ সালেই তিনি পরিচিত হয়ে ওঠেন। তারকার খ্যাতি পেয়ে যান। সে বছর লিগের প্রথম পর্বে ফায়ার সার্ভিসের বিপক্ষে ডাবল হ্যাটট্রিক করেন মোহামেডানের হাফিজউদ্দিন আহমদ। তার চার গোলেই অ্যাস্টিট ছিল সুরুজের। ১৯৭৪ সালে লিগে মোহামেডান সুবিধাজনক অবস্থানে না থাকলেও সুরুজের হ্যাটট্রিক ছিল। ১৯৭৫ সালে মোহামেডান চ্যাম্পিয়ন দলে সুরুজ থাকলেও নিয়মিতভাবে বেস্ট ইলেভেনে সুযোগ পেতেন না। ১৯৭৬ সালে তিনি যোগ দেন ঢাকা আবাহনীতে। নতুন দলেও আস্থার পরিচয় দেন। ১৯৭৭ সালে অপরাজিত আবাহনীতে খেললেও ইনজুরির কারণে সবকটি ম্যাচ খেলা সম্ভব হয়নি। মূলত ইনজুরি থেকেই ফুটবল থেকে নীরবে সরে যান। জাতীয় দলেও খেলা সম্ভব হয়নি। সুরুজের আরেক পরিচয় ছিল তিনি প্রয়াত ফুটবলার গোলাম রব্বানী হেলালের মামা। তারই উদ্যোগে ভাগ্নে হেলাল আবাহনীতে খেলে তারকার খ্যাতি পেয়েছিলেন। সুরুজের মৃত্যুতে বাফুফে, মোহামেডান, আবাহনী, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি শোক প্রকাশ করেছে।

 

 

সর্বশেষ খবর