মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪ ০০:০০ টা
অলিম্পিকের টুকিটাকি

রাফিও কি শুরুতেই শেষ!

প্যারিস অলিম্পিকে বাছাই পর্বে থেমে গেছেন শুটার রবিউল ইসলাম। ১০ মিটার এয়ার রাইফেলে শুরুতেই শেষ হয়ে গেছে তার যাত্রা। ৪৯ জনের মধ্যে তিনি হয়েছেন ৪৩তম। রবিউলের পর আজ কি সামিউল ইসলাম রাফির অলিম্পিকও শেষ হয়ে যাবে? সাঁতারে ১০০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টে বাছাইপর্বে লড়বেন। এখান থেকেই ঠিক হবে কারা পদক জয়ের লড়াইয়ে মুখোমুখি হবেন। ওয়াইল্ড কার্ড অর্থাৎ বিশেষ বিবেচনায় সুযোগ পাওয়া তিনি কি এতদূর আসতে পারবেন। দেশের সেরা সাঁতারু হলেও অলিম্পিকে তিনি যে বাছাই পর্ব পার হতে পারবেন না তা নিশ্চিতই বলা যায়। যদি শীর্ষ বিশেও থাকে তা হবে গৌরবের। বাছাই থেকে এবার কেন অলিম্পিকে প্রতি গেমসেই বিদায় নিচ্ছে বাংলাদেশের ক্রীড়াবিদরা। সেখানে রাফি ব্যর্থ হওয়াটাই স্বাভাবিক। তিনি যদি পদক জেতার লড়াইয়ে টিকে যান তাও হবে দেশের ক্রীড়াঙ্গনে বড় ইতিহাস। তবে ভয় হয় অন্য সাঁতারুরা যেখানে গন্তব্যে পৌঁছে যাবেন সেখানে রাফি শুরুটা করতে পারবেন কি না। কেননা অলিম্পিকে এমন লজ্জা বাংলাদেশ একাধিকবার পেয়েছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর