বুধবার, ৩১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

৭৯ জনে ৬৯ তবু তৃপ্ত সামিউল

ক্রীড়া প্রতিবেদক

৭৯ জনে ৬৯ তবু তৃপ্ত সামিউল

অলিম্পিকে সুইমিং পুল যেন বাংলাদেশের সাঁতারুদের কাছে সমুদ্রে পরিণত হয়। তা না হলে বারবার বেহাল দশায় বন্দি কেন? ১৯৮৪ সাল থেকেই একই দশা। শুরুর আগেই বিদায় নিচ্ছেন বাংলাদেশের সুইমাররা। যাক বিদায় নেওয়াটাও স্বাভাবিক ঘটনা বলা যায়। কেননা বাংলাদেশের বাছাইপর্ব পেরোনোটাই স্বপ্ন। তাই বলে পজিশন এত নিচে থাকে, যা দেশের জন্য বড় লজ্জার। গতকাল প্যারিস অলিম্পিকে ১০০ মিটার ফ্রি স্ট্রাইল সাঁতারের হিটে বাংলাদেশের সামিউল ইসলাম রাফি অংশ নেন। দ্বিতীয় হিটে তিনি পুলে নামেন। ৫৩.১০ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে আটজনের মধ্যে পঞ্চম স্থান দখল করেন তিনি। তবে সব মিলিয়ে ৭৯ জনের মধ্যে ৬৯তম স্থান দখল করেন বাংলাদেশের এ সাঁতারু। সামিউলের অবস্থান নিয়ে যতটা না কথা উঠছে। তার চেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে তার প্রতিক্রিয়া ঘিরে। ৭৯ জনের মধ্যে ৬৯তম হয়েছেন। তার পরও তিনি বলেছেন, ‘আমি তৃপ্ত। সেরা টাইমিং হয়ে ভালোই লাগছে। সেরা টাইমিং হয়েছে, যা আমাকে সামনে অনুপ্রাণিত করবে।’

সর্বশেষ খবর