বুধবার, ৩১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

মুশফিককে নিয়ে বাংলাদেশ ‘এ’ দল

ক্রীড়া প্রতিবেদক

মুশফিককে নিয়ে বাংলাদেশ ‘এ’ দল

পাকিস্তান সফরে দুটি চার দিনের ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। এ জন্য তিনটি ভিন্ন দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেটে বোর্ড। ‘এ’ দল হলেও যেখানে তারকা ক্রিকেটারের ছড়াছড়ি। বিসিবি জানিয়েছে, আগামী ৬ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ। ১০ আগস্ট প্রথম চার দিনের ম্যাচ, দ্বিতীয়টি ২৭ আগস্ট থেকে শুরু হবে। ২৩, ২৫ ও ২৭ আগস্ট ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। নির্বাচক প্যানেলের সদ্য আবদুর রাজ্জাক জানান, ‘জাতীয় দল পাকিস্তান সফরে দুটি টেস্ট খেলবে। এ জন্য মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসানসহ জাতীয় দলের বেশ কয়েক ক্রিকেটারকে ‘এ’ দলের সঙ্গে পাঠানো হচ্ছে। তারা পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।’ এ ছাড়া লাল বলের সংস্করণে সুযোগ পেয়েছেন মোহাম্মদ সাইফ উদ্দিন, তানজিম সাকিব ও রুবেল মিয়া। ২১ আগস্ট শুরু হবে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট। স্বাভাবিকভাবে এ দলের থাকা ক্রিকেটারদের প্রস্তুতি হিসেবে কাজ করবে চার দিনের ম্যাচটি।

সর্বশেষ খবর