বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
অলিম্পিক রেকর্ড

নিজেকে ছাড়িয়ে ম্যাকিওন

ডাইভিংয়ে চীনের দাপট

ক্রীড়া প্রতিবেদক

নিজেকে ছাড়িয়ে ম্যাকিওন

অলিম্পিক রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার মেয়ে ম্যাকিওন ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনার পদক জয় করেছেন- এএফপি

অস্ট্রেলিয়ার সোনার মেয়ে কাইলি ম্যাকিওন। তিন বছর আগে টোকিও অলিম্পিকে মেয়েদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ডটা এবার নিজেই ভেঙে দিলেন। তিন বছর আগে ৫৭.৪৭ সেকেন্ড টাইমিং করে সোনা জয় করেছিলেন ম্যাকিওন। এবার টাইমিং করলেন ৫৭.৩৩ সেকেন্ড। সাঁতারে দাপট ধরে রাখল অস্ট্রেলিয়া। গতকাল সন্ধ্যা পর্যন্ত সাঁতারে ৪টি সোনার পদকসহ মোট ৮টি পদক নিয়ে শীর্ষে আছে তারা।

অলিম্পিকে একের পর এক রেকর্ড হয়েই যাচ্ছে। সাঁতারে রেকর্ড হচ্ছে। শুটিংয়েও হচ্ছে। সাঁতারে ম্যাকিওন ছাড়াও রেকর্ড গড়েছেন আয়ারল্যান্ডের ড্যানিয়েল উইফেন। তিনি ৮০০ মিটার ফ্রি স্টাইলে ৭ মিনিট ৩৮.১৯ সেকেন্ড টাইমিং করে রেকর্ড গড়ে সোনার পদক জয় করেছেন। ২০২১ সালে টোকিও অলিম্পিকে ইউক্রেনের মিখাইলো রোমানচাক ৭ মিনিট ৪১.২৮ সেকেন্ড টাইমিং করে অলিম্পিক রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ডটা ভেয়ে দিলেন আইরিশ সাঁতারু উইফেন। প্রথম আইরিশ হিসেবে সাঁতারে অলিম্পিক সোনা জিতলেন তিনি। অলিম্পিক রেকর্ড গড়েছেন ব্রিটেনের নাথান হেলসও। তিনি ছেলেদের ট্র্যাপ ইভেন্টে পঞ্চাশের মধ্যে ৪৮ স্কোর করে সোনার পদক জয় করেন। অলিম্পিক রেকর্ডও গড়েন। তার চেয়ে চার পয়েন্ট কম স্কোর করে রুপা জয় করেছেন চীনের কি ইঙ।

অলিম্পিক ট্রায়াথলনে ইতিহাস গড়েছেন ফ্রান্সের ক্যাসানড্রে বগ্রা। তিনি ট্রায়াথলনে মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে সোনার পদক জয় করেছেন। এর আগে ট্রায়াথলনে ফ্রান্সের কেউ ব্যক্তিগত ইভেন্টে সোনার পদক জয় করতে পারেনি। ছেলেদের ব্যক্তিগত ট্রায়াথলনে সোনা জয় করেছেন ব্রিটেনের অ্যালেক্স।

ডাইভিংয়ে একক দাপট ধরে রেখেছে চীন। এখনো পর্যন্ত অনুষ্ঠিত ডাইভিংয়ের তিনটি ইভেন্টেই সোনা জয় করেছে চীনের অ্যাথলেটরা। ছেলেদের সিনক্রোনাইজড ১০ মিটার প্ল্যাটফরমে ইয়াঙ-লিয়ান জুটি, মেয়েদের সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিং বোর্ডে ইওয়েন-ইয়ানি জুটি এবং ১০ মিটার প্ল্যাটফরমে ইউক্সি-কুয়ান জুটি চীনকে সোনার পদক উপহার দিয়েছেন। ডাইভিংয়ে চীনের এ আধিপত্য অবশ্য নতুন কিছু নয়। তিন বছর আগে টোকিও অলিম্পিকে ৮টি সোনার মধ্যে চীনারাই জয় করেছিল ৭টি। ২০১৬ সালে রিও অলিম্পিকেও ৮টির মধ্যে ৭টি সোনা জয় করে চীন। ডাইভিংয়ে ২০১২ সালে ৬টি, ২০০৮ সালে ৭টি, ২০০৪ সালে ৬টি এবং ২০০০ সালে ৫টি সোনা জেতে চীনা দল। অতীতের সেই ধারাটাই বজায় রেখেছে বর্তমান দলের সদস্যরা। প্যারিস অলিম্পিকে ডাইভিংয়ের আরও ৫টি ইভেন্ট বাকি। এগুলোতেও দেখা যেতে পারে চীনাদের দাপট।

রাগবিতে সোনার পদক জয় করেছে নিউজিল্যান্ডের মেয়েরা। ফাইনালে তারা ১৯-১২ ব্যবধানে হারিয়েছে কানাডাকে। এ ছাড়া অলিম্পিকে গতকাল বেশ কয়েকটি ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। রোয়িংয়ে ছেলেদের কোয়াড্রপলে নেদারল্যান্ডস এবং মেয়েদের কোয়াড্রপলে ব্রিটেন সোনা জয় করেছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত সোনার পদক জয়ের তালিকায় শীর্ষে চীন। তারা ৮টি সোনার পদকসহ মোট ১৬টি পদক জয় করেছে। ৭টি সোনার পদকসহ মোট ১৩টি পদক জিতে দুই নম্বরে আছে জাপান। স্বাগতিক ফ্রান্স, ব্রিটেন ও অস্ট্রেলিয়া ৬টি করে সোনার পদক জয় করেছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর