বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
অলিম্পিক টুকিটাকি

শুটিংয়ে হেলসের সোনা

প্যারিস অলিম্পিকের ষষ্ঠ দিনে তিনটি নতুন গেমস রেকর্ড হয়েছে। শুটিংয়ে নতুন অলিম্পিক রেকর্ড গড়েন গ্রেট ব্রিটেনের নাথান হেলস। ২৮ বছর বয়সি ব্রিটিশ শুটার হেলস রেকর্ডটি করেন ট্রাপ শুটিংয়ে। ৫০ পয়েন্টের মধ্যে স্কোর করেন ৪৮। আগের রেকর্ড ৪৩। ১৯৬৮ সালের রোম অলিম্পিকের পর এই প্রথম শুটিংয়ে কোনো ব্রিটিশ সোনা জিতলেন। হেলস ৪৯ স্কোর গড়ে ইতালিতে গত বছর বিশ্ব রেকর্ড করেছিলেন। অলিম্পিক রেকর্ড গড়ে উচ্ছ্বসিত হেলস মিডিয়াকে বলেন, ‘বিশ্বাস হচ্ছে না সোনা জিতেছি। স্বপ্ন সত্য হয়েছে। সত্যি বলতে ১০ বছর আগে অলিম্পিকে সোনা জয়ের একটি টার্গেট সেট করেছিলাম।’ এ ইভেন্টে ৪৪ স্কোর করে রুপা পেয়েছেন চীনের কুই ইয়িং এবং ব্রোঞ্জ পেয়েছেন গুয়াতেমালার জিন পিয়েরে বোল।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর