শুক্রবার, ২ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

এইচপি ১১২ রানে হারাল নর্দার্ন টেরিটরিকে

ক্রীড়া প্রতিবেদক

এইচপি ১১২ রানে হারাল নর্দার্ন টেরিটরিকে

ডারউইনের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছে হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিট। উইকেটের সঙ্গে মানিয়ে দারুণ ব্যাটিং করছেন এইচপি ব্যাটার ও বোলাররা। পাকিস্তান শাহীন্সকে চার দিনের ম্যাচে হারিয়েছে এইচপি। দুই ম্যাচের সিরিজটি ড্র হয়েছে। এবার দুটি ওয়ানডে খেলবে আফিফ হোসেন ধ্রুবর নেতৃত্বে এইচপি। গতকাল খেলেছে নর্দার্ন টেরিটরির বিপক্ষে। ডারউইনে স্বাগতিক এনটি স্ট্রাইককে ১১২ রানের পর্বতসমান ব্যবধানে হারিয়েছে। আগামী মঙ্গলবার পাকিস্তান শাহীন্সের বিপক্ষে আফিফ ধ্রুবরা দ্বিতীয় ওয়ানডেতে খেলবে একই ভেন্যুতে। ওয়ানডে সিরিজ শেষে তিন দলের টি-২০ টুর্নামেন্ট খেলবে এইচপি। আফিফ বাহিনীর ২৫০ রানের জবাবে এনটি স্ট্রাইকস অলআউট হয় ৪২ ওভারে ১৩৮ রানে। প্রথম ব্যাটিংয়ে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন ১৯.৪ ওভারে ১০০ রানের ভিত দেন। পারভেজ ইমন ৪৭ রানের ইনিংসটি খেলেন ৭৩.৪৪ স্ট্রাইকে ৬৪ বলে। মারেন ৫টি চার ও ২টি ছক্কা। দারুণ আগ্রাসি ব্যাটিং করেন বাঁ হাতি ওপেনার তানজিদ তামিম। তানজিদের ৮২.৮১ স্ট্রাইকের ইনিংসটি ছিল ৫৩ রানের। ৬৪ বলের নান্দনিক ইনিংসটিতে ছিল ৪টি চার ও একটি ছক্কা। পারভেজ ইমনের বিদায়ের পর তানজিদের সঙ্গে জুটি বাঁধেন বাঁ হাতি জিশান আলম। কিন্তু খুব লম্বা সময় উইকেটে ছিলেন না জিশান। ১১ বলে এক চার ও এক ছক্কায় ১৩ রান করেন জিশান। অধিনায়ক থামেন ৬ রানে। অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপজয়ী উইকেটরক্ষক ব্যাটার আকবর আলি ২৬ রান করেন ৩৮ বলে ২ চারে। শামীম হাসান ২৩ বলে ২ চার ও এক ছক্কায় ২০, মাহফুজুর রহমান রাব্বি ২৮ বলে ১৭ রান করেন। শেষ দিকে আবু হায়দার রনি ৩৮ রানের ইনিংস খেলেন ৪১ বলে ৩ চার ও এক ছক্কায়। এনটিএর পক্ষে ৪৬ রানের খরচে ৪ উইকেট নেন হামিশ মার্টিন। ২৫১ রানের টার্গেটে স্বাগতিকদের ৪৮ বল আগেই ১৩৮ রানে গুটিয়ে দেয় এইচপি। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন ওপেনার জ্যাকব ডিকম্যান। এইচপির পক্ষে দুটি করে উইকেট নেন আবু হায়দার রনি, রাকিবুল হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মাহফুজ রাব্বি।

 

সর্বশেষ খবর