শুক্রবার, ২ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বিখ্যাত ক্রিকেটার গায়কোয়াড় আর নেই

ক্রীড়া প্রতিবেদক

বিখ্যাত ক্রিকেটার গায়কোয়াড় আর নেই

ব্লাড ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়েছেন। পেরে ওঠেননি। হেরে গেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ আনশুমান গায়কোয়াড়। ৭২ বছর বয়সি গায়কোয়াড় গত জুন পর্যন্ত লন্ডনে চিকিৎসা নিয়ে ফিরে আসেন দেশে। অবশেষে সব লড়াইয়ে হেরে পাড়ি জমান অজানা দেশে। গায়কোয়াড় ভারতের পক্ষে ১৯৭৪-১৯৮৭ সাল পর্যন্ত ৪০ টেস্টে দুই সেঞ্চুরিতে ১ হাজার ৯৮৫ রান করেন। সর্বোচ্চ ব্যক্তিগত ২০১, পাকিস্তানের বিপক্ষে। মুম্বাইয়ের সাবেক ক্রিকেটার ১৫ ওয়ানডেতে রান করেছেন ২৬৮। প্রথম শ্রেণির ক্রিকেটে রান করেছেন ৩৪ সেঞ্চুরিতে ১২ হাজারের ওপর। খেলা শেষে কোচিং ক্যারিয়ার শুরু করেন গায়কোয়াড়। ১৯৯৭-২০০০ সাল পর্যন্ত ভারতের কোচ ছিলেন। তাঁর কোচিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানার্সআপ হয় ভারত। ২০১৮ সালে কর্নেল সিকে নাইডু আজীবন সম্মাননা পেয়েছেন।

সর্বশেষ খবর