শিরোনাম
শনিবার, ৩ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ডাইভিংয়ে চীনের চারে চার

ক্রীড়া ডেস্ক

ডাইভিংয়ে চীনের চারে চার

প্যারিস অলিম্পিকে ডাইভিংয়ের পুরুষ ৩ মিটার সিনক্রোনাইজড স্প্রিংবোর্ডে গতকাল সোনার পদক জয় করেছে চীন। দলটির ওয়াঙ জঙইউয়ান ও লঙ ডাওয়ি ৪৪৬.১০ পয়েন্ট স্কোর করে সেরা হন। এ ইভেন্টে মেক্সিকো ৪৪৪.০৩ পয়েন্ট স্কোর করে দ্বিতীয় এবং ব্রিটেন ৪৩৮.১৫ পয়েন্ট স্কোর করে তৃতীয় হয়। এর আগে ডাইভিংয়ে ছেলেদের সিনক্রোনাইজড ১০ মিটার প্ল্যাটফরম, মেয়েদের সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড এবং মেয়েদের সিনক্রোনাইজড ১০ মিটার প্ল্যাটফরমেও সোনার পদক জয় করে চীন। বরাবরের মতো অলিম্পিক ডাইভিংয়ে আধিপত্য ধরে রেখেছে দলটা। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ৭টি, ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ৬টি, ২০১৬ সালে রিও অলিম্পিকে ৭টি এবং ২০২১ সালে টোকিও অলিম্পিকে ৭টি সোনার পদক জিতেন।

ডাইভিংয়ে আরও চারটি ইভেন্ট বাকি। আগামী মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার অনুষ্ঠিত হবে ডাইভিংয়ের বাকি ইভেন্টগুলো।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর