রবিবার, ৪ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
অলিম্পিক রেকর্ড

মারশার চারে চার

ক্রীড়া প্রতিবেদক

মারশার চারে চার

অলিম্পিক রেকর্ড গড়ে সোনার পদক জয় করেছেন ফরাসি তরুণ লিও মারশা। তিনি ২০০ মিটার মিডলেতে ১ মিনিট ৫৪.০৬ সেকেন্ড টাইমিং করেনে -এএফপি

প্যারিস অলিম্পিকে চারটি ইভেন্টে সুইমিংপুলে নেমে চারটিতেই সোনার পদক জয় করলেন ফরাসি তারকা লিও মারশা। চারটি ইভেন্টেই গড়েছেন অলিম্পিক রেকর্ড। অল্পের জন্য বিশ্ব রেকর্ড হয়নি ২০০ মিটার মিডলে ইভেন্টে। শুক্রবার গভীর রাতে ২০০ মিটার মিডলেতে লড়াইয়ে নামেন মারশা। ১ মিনিট ৫৪.০৬ সেকেন্ড টাইমিং করে ১৬ বছরের পুরনো মাইকেল ফেলপসের রেকর্ড ভাঙেন তিনি। জয় করেন প্যারিস অলিম্পিকে নিজের চতুর্থ সোনার পদক। ফেলপস ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ১ মিনিট ৫৪.২৩ সেকেন্ড টাইমিং করে রেকর্ডটা গড়েছিলেন। এই ইভেন্টে বিশ্ব রেকর্ড যুক্তরাষ্ট্রের রায়ান লোকটির। ২০১১ সালে সাংহাইয়ে ১ মিনিট ৫৪ সেকেন্ড টাইমিং করে রেকর্ডটা গড়েন লোকটি। অল্পের জন্য এই রেকর্ডটা নিজে করতে পারেননি মারশা। ২০০ মিটার মিডলেতে ব্রিটেনের ডানকান স্কট রূপা ও চীনের ওয়াঙ শুন ব্রোঞ্জ পদক জয় করেন। এর আগে লিও মারশা ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক, ২০০ মিটার বাটারফ্লাই এবং ৪০০ মিটার মিডলেতে অলিম্পিক রেকর্ড গড়ে সোনার পদক জয় করেন। ২০০৪, ২০০৮ ও ২০১২ সালের অলিম্পিকে মাইকেল ফেলসকে দেখে উচ্ছ্বসিত হতো দর্শকরা। এবার লিও মারশাকে দেখে সেই উচ্ছ্বাসই প্রকাশ করছে তারা। ২২ বছর বয়সি এই ফরাসি তরুণের মাঝে অনেকেই দেখছেন ফেলপসের ছায়া। তবে এখনো অনেক পথ বাকি। ফেলপস অলিম্পিকে ২৩টি সোনার পদক জয় করেছেন। এই মাইলফলক স্পর্শ করতে হলে এখনো অনেক দূর যেতে হবে লিও মারশাকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর