রবিবার, ৪ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

আর্জেন্টিনাকে হারিয়ে সেমিতে ফ্রান্স

ক্রীড়া প্রতিবেদক

আর্জেন্টিনাকে হারিয়ে সেমিতে ফ্রান্স

দুই বছর আগে দোহায় বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা ও কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। পেনাল্টি শুট আউটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল আর্র্জেন্টিনা। ফাইনালের পর দুই দলের ফুটবলাররা হাতাহাতিতে লিপ্ত হয়েছিলেন। দুই বছর পর দুই দল ফের মুখোমুখি হয়েছে। এবার দুই দল খেলেছে প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে। শুরুর ৫ মিনিটের গোলে (১-০) আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। মঙ্গলবার ফাইনালে ওঠার লড়াইয়ে দুবারের অলিম্পিক চ্যাম্পিয়ন ফ্রান্সের প্রতিপক্ষ মিসর। পিরামিডের দেশ মিসর টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। নির্ধারিত সময় ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। আরেক সেমিফাইনালে খেলবে স্পেন ও মরক্কো। ইউরো চ্যাম্পিয়ন স্পেন ৩-০ গোলে জাপানকে এবং মরক্কো ৪-০ গোলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়েছে।

ফ্রান্স একবার অলিম্পিক চ্যাম্পিয়ন। ফ্রান্স সোনা জিতেছিল ১৯৮৪ সালে। আর্জেন্টিনা সর্বশেষ জিতেছিল ২০০৮ সালে। গতকাল কোয়ার্টার ফাইনালে দুই দল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে। বোর্দোর কোয়ার্টার ফাইনালের একমাত্র গোলটি হয় ৫ মিনিটে। ওলিসের কর্নারে চমৎকার এক হেডে গোলটি করেন জ্যাঁ-ফিলিপে মাতেতা। গোল প্রতিশোধের জন্য মরিয়া হয়ে আর্জেন্টিনা একের পর এক আক্রমণ করে। কিন্তু কোনো গোল পায়নি। ৮৩ মিনিটে আরও একটি গোল করেছিল ফ্রান্স। কিন্তু ভিএআরে দেখা যায়, তার আগে বক্সে ফাউল হয়েছিল। তাই গোলটি বাতিল করেন রেফারি। এরপর ম্যাচে যোগ হয় অতিরিক্ত ১০ মিনিট। কিন্তু গোল শোধ করতে পারেনি বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত হেরেই মাঠ ছাড়ে।

ম্যাচ শেষে দুই দলের ফুটবলাররা আবার মারামারিতে লিপ্ত হন। মাঠ থেকে বেরিয়ে টানেলেও মারামারি করেন।

সর্বশেষ খবর