রবিবার, ৪ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

তাসকিনের টেস্ট খেলার সম্ভাবনা

ক্রীড়া প্রতিবেদক

১৪ মাস আগে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ডান হাতি পেসার তাসকিন আহমেদ। এরপর আর খেলেননি। এ সময়ে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলেছেন। এখন টেস্ট খেলার প্রস্তুতি নিচ্ছেন। বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস আগেই ইঙ্গিত দিয়েছিলেন তাসকিনের ফেরার। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজে দেখা যেতে পারে ডান হাতি ফাস্ট বোলারকে। যিনি সর্বশেষ খেলেছিলেন গত জুনে আফগানিস্তানের বিপক্ষে। গতকাল মিডিয়ার মুখোমুখিতে ফিজিও বায়েজিদুল ইসলাম জনিয়েছেন, তাসকিন এতদিন টি-২০ খেলেছে। যেখানে লম্বা পস্পলে বল করা হয় না। ওর কাঁধে সমস্যা ছিল, এখনো সেটা রয়েছে। কোনো পরিবর্তন হয়নি। অবশ্য এটা নিয়ে খেলা চালিয়ে নেওয়া যায়। যদি সে পুনর্বাসন ও ফিটনেসের কাজ করে, তাহলে টেস্ট খেলে ফেলতে পারবে। টেস্ট খেলার জন্য তাসকিন অবশ্য অ্যাভেইলেবল আছে। বোলিং ওয়ার্কলোড বাড়াতে হবে। লম্বা স্পেলে বোলিং করতে হবে।

সর্বশেষ খবর