সোমবার, ৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ইতিহাসের পাতায় লেডেকি

ক্রীড়া প্রতিবেদক

ইতিহাসের পাতায় লেডেকি

মাইকেল ফেলপসের সতীর্থ হয়ে অলিম্পিক খেলেছেন কেটি লেডেকি। কিংবদন্তি সাঁতারু ফেলপস অবসরে। লেডেকি এখনো সাঁতার কাটছেন। পুলের নীল জলে ঝড় তুলছেন। ২৭ বছর বয়সি মার্কিন সাঁতারু লেডেকি এখন জীবন্ত কিংবদন্তি। পরশু রাতে নারীদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতে ইতিহাস লিখেন। নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। লন্ডন অলিম্পিকে শুরু। এরপর রিও, টোকিও হয়ে প্যারিস। সব জায়গায় পুলের জলের ছবিতে সাঁতার কেটেছেন ডলফিন গতিতে। পরশু রাতে সোনা জিতে স্পর্শ করেছেন অলিম্পিকের ইতিহাসে কোনো নারীর সর্বোচ্চ ৯ সোনা জয়ের রেকর্ড। এর আগে রাশিয়ার জিমন্যাস্ট লারিসা লাতিনিনা সোনা জিতেছেন ৯টি। সব মিলিয়ে লাতিনিনার পদক সংখ্যা ১৮টি। কোনো নারী অ্যাথলেটের সর্বাধিক পদক। নারী সাঁতারু হিসেবে সবচেয়ে বেশি সোনা ও পদক এখন লেডেকির। তার পদক সংখ্যা ৯ সোনা, ৪ রুপা ও ১ ব্রোঞ্জ। সব মিলিয়ে অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি সোনা ও পদক ফেলপসের, ২৮টি।

সর্বাধিক ৯টি সোনা জিতে ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়েছেন কেটি লেডেকি। কিন্তু প্যারিসে সব আলো কেড়ে নিয়েছেন স্বাগতিক ফ্রান্সের লিঁও মারশোঁ। চার ইভেন্টে ৪টি সোনা জিতেছেন মারশোঁ। এ ছাড়া কানাডার ১৭ বছর বয়সি সামার ম্যাকিনটশ, অস্ট্রেলিয়ার কাইলি ম্যাককিওন আলো কেড়েছেন। কানাডার ম্যাকিনটশ ৩টি সোনা জিতেছেন ২০০ মিটার বাটারফ্লাই, ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে ও ২০০ মিটার মিডলে।  শনিবার রাতে ৮০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিততে লেডেকি সময় নেন ৮ মিনিট ১১.০৪ সেকেন্ড। এবার নিয়ে টানা চার অলিম্পিকে ৮০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেন মার্কিন কিংবদন্তি সাঁতারু। এ ইভেন্টে টানা চার অলিম্পিকে সোনা জিতলেন। এর আগে আর কোনো নারী সাঁতারু টানা চার অলিম্পিকে ৮০০ মিটারে সোনা জিতেননি। এ ইভেন্টে রুপা জিতেছেন অস্ট্রেলিয়ার আরিয়ার্ন টিটমাস ৮ মিনিট ১২.২৯ সেকেন্ড সময়ে এবং ব্রোঞ্জজয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের আরেক সাঁতারু পাইজি ম্যাডেন ৮ মিনিট ১৩ সেকেন্ড সময়ে। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে প্রথম সোনা জিতেন ৮০০ মিটার ফ্রিস্টাইলে। ২০১৬ রিও অলিম্পিকে ৪টি সোনা ও একটি রুপা জিতেন। টোকিও অলিম্পিকে ২টি করে সোনা ও রুপা জিতেন। ২৭ বছর বয়সি সাঁতারু এবার ১৫০০ মিটার ফ্রিস্টাইলেও সোনা জিতেছেন। এবারের অলিম্পিক শুরু করেন ৪০০ মিটার ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জিতে। এ ছাড়া সর্বশেষ ২০০ মিটার রিলেতে রুপা জিতেন।

সর্বশেষ খবর