সোমবার, ৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ফ্রান্সকে হারিয়ে সেমিতে ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক

ফ্রান্সকে হারিয়ে সেমিতে ব্রাজিল

প্যারিস অলিম্পিক পুরুষ ফুটবলে আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। তবে নারী ফুটবলে আর পদক লড়াইয়ে টিকতে পারেনি তারা। ০-১ গোলে হেরে গেছে ব্রাজিলের কাছে। শনিবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের ম্যাচে গোলটি করেন নাঁতোসে। স্পেনের কাছে হেরে যাওয়ায় গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে যাচ্ছিল ব্রাজিল। নারী ফুটবলে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় মার্তা আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন অলিম্পিক থেকেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন। গ্রুপের শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে লালকার্ড পাওয়ায় অনেকে ধরে নিয়েছিলেন ক্যারিয়ারের শেষ খেলাটি খেলেই ফেললেন। সোভাগ্য তার ব্রাজিল সেমিতে ওঠায় তিনি পদক জয়ের লড়াইয়ে খেলতে পারবেন। মার্তা না থাকলেও ব্রাজিল গতিময় ফুটবল খেলে। প্রথমার্ধে ম্যাচ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। আক্রমণের পর আক্রমণ করে ফ্রান্সের রক্ষণভাগে ফাটল ধরায়। ৮২ মিনিটে হলুদ শিবিরে স্বস্তি নেমে আসে। নাঁতোসে ফ্রান্সের দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডান পায়ে দুর্দান্ত শটে গোল করেন এ ব্রাজিলিয়ান। সেই শটে ফরাসি গোলরক্ষক কোস্টানসে পিকোড পরাস্তু হলে উল্লাসে মেতে ওঠে ব্রাজিল। ক্যারিয়ারজুড়ে চোখ ধাঁধানো পারফরম্যান্স প্রদর্শন করলেও ব্রাজিলের হয়ে অলিম্পিক কিংবা বিশ্বকাপে তার শিরোপা জেতা হয়নি মার্তার। ২০০৪ ও ২০০৮ অলিম্পিকে মার্তা দুবার রুপার স্বাদ পান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর