সোমবার, ৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

শেখ কামাল ক্রীড়া পুরস্কার পাচ্ছেন ১০ ব্যক্তি, দুই প্রতিষ্ঠান

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামাল ক্রীড়া পুরস্কার পাচ্ছেন ১০ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান। দেশের খ্যাতনামা ক্রীড়া সংগঠক ও ঢাকা আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামাল জীবিত থাকা অবস্থায় ক্রীড়া উন্নয়নে নিরলস পরিশ্রম করেন। ১৯৭৫ সালে ১৫ আগস্ট ৩২ নম্বর রোডে নিজ বাসভবনে ঘাতকদের হাতে নিহত হন। ক্রীড়াঙ্গনে তাঁর অবদান স্মরণীয় করে রাখতে বর্তমান সরকার শেখ কামাল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয়। ২০২৪ সালে খেলোয়াড় ক্যাটাগরিতে শুটার শাকিল আহমেদ, ভারোত্তলক ফিরোজা পারভীন ও সাঁতারু মাহফিজুর রহমান সাগর পুরস্কার পাচ্ছেন। সংগঠক হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকুল হাবিব ও মাহিউদ্দিন আহমেদ, উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে পুরস্কার পাচ্ছেন ক্রিকেটার তাওহিদ হৃদয় ও অ্যাথলেট জহির রায়হান। বাংলাদেশ টেবিল টেনিস এবং পৃষ্ঠপোষক বিভাগে পুরস্কার পাচ্ছে হামিম গ্রুপ। এবারের ক্রীড়া সাংবাদিকতায় দিলু খন্দকার ও ধারাভাষ্যকার কল্যাণ কুমার সাহা শেখ কামাল ক্রীড়া পুরস্কার পাচ্ছেন। আজীবন সম্মাননা পাচ্ছেন স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার তানভীর মাজহার তান্না। গতকাল সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ এসব নাম ঘোষণা করেন।

সর্বশেষ খবর