শিরোনাম
মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

সাঁতারে যুক্তরাষ্ট্রই সেরা

ক্রীড়া প্রতিবেদক

সাঁতারে যুক্তরাষ্ট্রই সেরা

৬৮ বছর ধরে অলিম্পিক গেমস সাঁতারে আধিপত্য ধরে রাখল যুক্তরাষ্ট্র। এ ইভেন্টে শেষ দিনে দুই সোনা জিতে শ্রেষ্ঠত্ব বজায় রাখল দেশটি। শেষ দিন পর্যন্ত এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। এমনকি শেষ ইভেন্টেও ছিল সমতা। শেষটাই সোনা জিতে চ্যাম্পিয়ন হলো যুক্তরাষ্ট্র। পুরুষ ১৫০০ মিটার ফ্রি স্টাইলে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেন ববি ফিনকে। মেয়েদের ৪ী১০০ মিটার মিডল রিলেতেও সোনা জিতেন মার্কিন সাঁতারুরা। এবার অলিম্পিকে আলোড়ন তুললেও শেষ দিনে ফ্রান্সের লিও মারশা হতাশায় গেম শেষ করেন। পাঁচ সোনা জিতে তার অলিম্পিক শেষ করার সম্ভাবনা ছিল। পুরুষ ৪ী১০০ মিটার রিলেতে চীন ও যুক্তরাষ্ট্রের পেছনে থেকে তামা জিতেন মারশা। সব মিলিয়ে সাঁতারে আট সোনা জিতে সাঁতার ইভেন্টে শীর্ষেই থাকল যুক্তরাষ্ট্র। লা ডিফেন্সে অ্যারেনায় শেষ দিনের প্রথম পদক লড়াইয়ে ৫০ মিটার ফ্রি স্টাইলে সোনা জিতেন সুইডেনের সারা শোস্ট্রম। দ্বিতীয় ইভেন্টে ১৫০০ মিটার ফ্রি স্টাইলে ১৪ মিনিট ৩০.৬৭ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন ফিনকে। ভেঙেছেন চীনের সুন ইয়াংয়ের রেকর্ড।

সর্বশেষ খবর