শিরোনাম
মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
প্যারিস অলিম্পিক

জকোভিচের গোল্ডেন স্লাম জয়

ক্রীড়া প্রতিবেদক

জকোভিচের গোল্ডেন স্লাম জয়

বয়স ৩৭। কিন্তু ফিটনেস তরুণদের মতো। তরুণদের সঙ্গে লড়াই করে গোটা টেনিসবিশ্ব জয় করেছেন নোভাক জকোভিচ। জিতেছেন টেনিসের সব গ্র্যান্ড স্লাম। এবার জিতলেন অলিম্পিক। বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা ২৫ বছর বয়সি স্পেনের কার্লোস আলকারাজকে হারিয়ে সোনা জিতেছেন। সোনা জিততে জকোভিচ ৭-৬ ও ৭-৬ গেমে হারিয়েছেন আলকারাজকে। গেল জুলাইয়ে উইম্বল্ডন ফাইনালে আলকারাজের কাছে হেরেছিলেন জকোভিচ। স্প্যানিশ তারকা পূর্ণ করেছেন ক্যারিয়ারের ‘গোল্ডেন স্ল্যাম’। এর গোল্ডেন স্ল্যাম জয়ী টেনিস তারকারা হলেন জার্মানির স্টেফি গ্রাফ, মার্কিন যুক্তরাষ্ট্রের আন্দ্রে আগাসি ও স্পেনের রাফায়েল নাদাল। অবশ্য সুইজারল্যান্ডের রজার ফেদেরার ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ডাবলসে সোনা জিতেছিলেন। গোল্ডেন স্ল্যাম ধরা হয় চারটি গ্র্যান্ড স্লাম ও অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে সোনাজয়ীকে। ক্যারিয়ারে ২৪টি গ্র্যান্ড স্লাম জিতেছেন জকোভিচ। এবার জিতলেন অলিম্পক সোনা। তাহলে নিশ্চিত করেই সবাই সার্বিয়ান তারকা জকোভিচকে সর্বকালের সেরা টেনিস তারকা বলতে দ্বিধা করবেন না। স্টেফি গ্রাফ প্রথম ও একমাত্র নারী টেনিস খেলোয়াড় হিসেবে অলিম্পিকের সোনা জিতেছিলেন আর্জেন্টিনার গাব্রিয়েলা সাবাতিনিকে হারিয়ে। পুরুষদের মধ্যে প্রথম অলিম্পিক সোনা জেতেন মার্কিন যুক্তরাষ্ট্রের আন্দ্রে আগাসি। ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে জিতেছিলেন সোনা। মজার বিষয়, আগাসি ও স্টেফি গ্রাফ দুজনই জামাই-বউ। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে সোনা জেতেন স্পেনের রাফায়েল নাদাল। অলিম্পিকের অধরা সোনা জয়ের আনন্দে উচ্ছ্বসিত ৩৭ বছর বয়সি জকোভিচ আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘এটি একটি দুর্দান্ত লড়াই ছিল। কোনো সন্দেহ নেই ফাইনালে আমি আমার সেরা খেলা খেলেছি। সোনা জয়ের জন্য আমি পুরো হৃদয় উজাড় করে খেলেছি। সবকিছু উজাড় করে দিয়েছি সোনা জিততে। সার্বিয়ার জন্য সোনা জিততে আমি আমার সর্বস্ব উজাড় করে দিয়েছি। পোডিয়ামে দাঁড়িয়ে যখন জাতীয় সংগীত গাইছিলাম, তখন আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না।’ সোনা জিততে জকোভিচ দ্বিতীয় রাউন্ডে হারিয়েছেন নাদালকে। এরপর হারিয়েছেন স্টেফানোস চিচিপাসকেও। সোনা জয়ের পর আনন্দে কোর্টের কোনায় দৌড়ে যান পরিবারের কছে। সেখানে মেয়েকে কোলে তুলে কেঁদে ফেলেন।

সর্বশেষ খবর