শিরোনাম
বুধবার, ৭ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
নারী টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশে আয়োজন নিয়ে শঙ্কা

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে শঙ্কিত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কোটা সংস্কার আন্দোলনকারীদের তোপের মুখে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এখন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে দেশ পরিচালিত হবে। এমন অবস্থায় বাংলাদেশে নারী টি-২০ বিশ্বকাপ আয়োজন করা হবে কি না তা নিয়ে ভাবনায় পড়ে গেছে আইসিসি। এমন তথ্যই তুলে ধরেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। আসছে অক্টোবরে বাংলাদেশে নবম টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা। কিন্তু যে পরিস্থিতি তাতে বিকল্প ভেন্যুর চিন্তা করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশে যদি না হয় তাহলে নারী টি-২০ বিশ্বকাপ কোথায় হবে? বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা ও ভারতের কথা ভাবছে আইসিসি। তাদের এক কর্মকর্তা বলেছেন, ‘বিসিবি তাদের নিরাপত্তা সংস্থা এবং আমাদের স্বাধীন নিরাপত্তা পরামর্শকদের দলকে সঙ্গে নিয়ে ভালোভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইসিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর