শিরোনাম
বুধবার, ৭ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

আবাহনী ক্লাবে ব্যাপক ভাঙচুর

ক্রীড়া প্রতিবেদক

আবাহনী ক্লাবে ব্যাপক ভাঙচুর

সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ করার কয়েক ঘণ্টার মধ্যে ধানমন্ডিতে অবস্থিত ঢাকা আবাহনী লিমিটেড ক্লাবে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এ তথ্য জানিয়েছেন ক্লাবটির সাবেক এক অধিনায়ক। তিনি জানান, ‘প্রায় শতাধিক লোক এসে সাইনবোর্ড ও ক্লাব প্রাঙ্গণে ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামালের ম্যুরালের এক অংশ ভেঙে ফেলার পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়া হয়। পরে ক্লাবে প্রবেশ করে সবকিছু তছনছ করে ফেলে।’

তিনি বলেন, ‘১৯৭২ সালে প্রতিষ্ঠিত জনপ্রিয় এ ক্লাবের অনেক ট্রফিও লুটপাট করা হয়। প্রশাসনিক কক্ষের আসবাবপত্র ও মূল্যবান কাগজপত্র জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি কম্পিউটার ভাঙচুর ও লুট করা হয়েছে। হামলাকারীরা এক পর্যায়ে ক্লাবের খেলোয়াড়দের খুঁজতে থাকে। ওই সময়ে কোনো খেলোয়াড়ই ক্লাবে ছিলেন না। স্টাফরা থাকলেও হামলাকারীদের সামনে তারা ছিলেন অসহায়। উল্লেখ্য, ১০ আগস্ট আবাহনীর ফুটবল ক্যাম্প শুরু হওয়ার কথা। এ অবস্থায় ক্লাব কী করবে তা নিয়ে চিন্তায় রয়েছে।’

সর্বশেষ খবর