শনিবার, ১০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

কন্ডিশন কাজে লাগাতে চায় ‘এ’ দল

ইসলামাবাদ যাচ্ছেন এনামুলরা

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এখন শান্ত। অনুশীলন করছেন ক্রিকেটাররা। দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলতে আজ ইসলামাবাদ যাচ্ছে এনামুল হক বিজয়ের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’। এনামুল বাহিনীর সফরের পর নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দুটি টেস্ট খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ। এনামুল বাহিনীর সঙ্গে সফরে যাচ্ছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। এ দলের সফর ইতিবাচক চোখে দেখছেন জাতীয় দলের নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য আবদুর রাজ্জাক রাজ, ‘খুবই বড় সুযোগ বাংলাদেশ দলের জন্য। সবচেয়ে বড় ব্যাপার হলো, যেখানে জাতীয় দল খেলতে যাবে, সেখানে এ দল আগে যাচ্ছে; যা আমরা সাধারণত ভারতীয় দলের ক্ষেত্রে দেখি। যখনই যে কোনো দেশে জাতীয় দল যায়, ওরা আগে এ দলটা পাঠিয়ে দেয়।’ অবশ্য এ দল ঢাকা ছাড়া যাওয়ার কথা ছিল গত মঙ্গলবার। নাজমুল বাহিনী ঢাকা ছাড়বে ১৭ আগস্ট। ১৭-২১ আগস্ট প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে এবং ৩০ আগস্ট-৩ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট খেলবে করাচিতে। এ দলের সঙ্গে সফর করবেন মুশফিকুর রহিম, মুমিনুল হকেরা। এ সফরের অভিজ্ঞতা জাতীয় দলের কাজে লাগবে বলেন নির্বাচক রাজ্জাক, ‘আমরা যারা ক্রিকেটের সঙ্গে জড়িত, আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ বলে কিছু নেই। আমাদের জন্য প্রতিটি সিরিজ নতুনভাবে শুরু করতে হয়। এখন পরিস্থিতি খুব বাজে অবস্থায় নেই। একটা অশান্তির মধ্যে ছিলাম বলে খেলাগুলো পিছিয়েছে।’

ছয়টি টি-২০ ম্যাচ খেলতে হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিট এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। সফরে দলটি পাকিস্তান শাহিনসের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ এবং দুটি ওয়ানডে খেলেছে শাহিনস ও নর্দান টেরিটরির বিপক্ষে। আগামীকাল থেকে ছয়টি টি-২০ ম্যাচ খেলবে আকবর আলির নেতৃত্বে এইচপি। এইচপির প্রথম ম্যাচ ১১ আগস্ট মেলবোর্ন রেনেগটস, ১২ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্স, ১৪ আগস্ট তাসমানিয়ান টাইগার্স, ১৫ আগস্ট অস্ট্রেলিয়ান ক্রিকেট টেরিটরি, ১৬ আগস্ট পাকিস্তান এ এবং ১৭ আগস্ট পার্থ স্কোরার্সের বিপক্ষে খেলবে।

সর্বশেষ খবর