রবিবার, ১১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

প্যারিস অলিম্পিক

প্যারিস অলিম্পিক

১. কেনিয়ার বিয়েট্রিস চেবেট মেয়েদের ১০ হাজার মিটারে ৩০ মিনিট ৪৩.২৫ সেকেন্ড টাইমিং করে সোনার পদক জয় করেছেন। এ ইভেন্টে ইতালির নাদিয়া বাত্তোকলেত্তি রুপা এবং নেদারল্যান্ডসের সিফান হাসান ব্রোঞ্জ পদক জয় করেছেন। বিয়েট্রিস এবারের অলিম্পিকে ৫ হাজার মিটারেও সোনা জিতেছেন।


২. স্পোর্টস ক্লাইম্বিংয়ে সোনার পদক জয় করেছেন স্লোভেনিয়ার ইয়ানিয়া গার্নব্রেট। তিনি ফাইনালে ১৬৮.৫ পয়েন্ট স্কোর করে সোনার পদক জয় করেন। প্যারিস অলিম্পিকে স্লোভেনিয়ার এটা দ্বিতীয় সোনার পদক। এর আগে জুডো থেকে আন্দ্রেয়া লেসকি সোনা উপহার দিয়েছেন এ দেশকে।


৩. প্যারিস অলিম্পিকে ক্যানোয়িংয়ের ১ হাজার মিটার স্প্রিন্টে সোনার পদক জয় করেছেন চেক প্রজাতন্ত্রের যোসেফ দোস্তাই। তিনি ৩ মিনিট ২৪.০৭ সেকেন্ড টাইমিং করেছেন। এ ইভেন্টে হাঙ্গেরির অ্যাডাম রুপা এবং ব্যালিন্ট ব্রোঞ্জ পদক জয় করেছেন।


৪. অলিম্পিক ফুটবলে সোনার পদক জয় করেছে স্পেনের ছেলেরা। ম্যাচের অতিরিক্ত মিনিটে দুটি গোল করে নায়ক বনে যান তরুণ ফুটবলার সার্জিও ক্যামেয়ো পিরেজ। তিনি ১০০ ও ১২০+১ মিনিটে দুটি গোল করেন। ফ্রান্সের বিপক্ষে স্পেন ম্যাচটা জয় করে ৫-৩ ব্যবধানে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর