রবিবার, ১১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

মুশফিক, এনামুলরা এখন ইসলামাবাদে

ক্রীড়া প্রতিবেদক

দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলতে ৬ আগস্ট ঢাকা ছাড়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দলের। কিন্তু দেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য পাকিস্তান সফর পিছিয়ে যায়। পরিস্থিতি স্থিতিশীল হলে গতকাল ঢাকা ছাড়েন এনামুল হক বিজয়, মুশফিকুর রহিমরা। গতকালই ইসলামাবাদে পা রাখেন। সফর দেরিতে হওয়ায় সূচিতেও পরিবর্তন আনা হয়। নতুন সূচি অনুযায়ী প্রথম চার দিনের ম্যাচ ১৩-১৬ আগস্ট এবং দ্বিতীয় ম্যাচ ২০-২৩ আগস্ট। সব ম্যাচই হবে ইসলামাবাদে। এরপর ওয়ানডে তিনটি যথাক্রমে ২৬, ২৮ ও ৩০ আগস্ট। চার দিনের ম্যাচে নেতৃত্ব দেবেন এনামুল বিজয় এবং ওয়ানডের অধিনায়ক তাওহিদ হৃদয়। ‘এ’ দল পাকিস্তান থাকাকালীনই দুটি টেস্ট খেলতে নাজমুল হোসেন শান্তরা যাবেন সেখানে। সফরে ২১-২৫ আগস্ট প্রথম টেস্ট রাওয়ালপিন্ডি ও ৩০ আগস্ট-৩ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট খেলবে করাচিতে। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের। সফরে যাওয়ার আগে নির্বাচক আবদুর রাজ্জাক রাজ বলেন, ‘বাংলাদেশের জন্য সফরটি খুবই বড় সুযোগ। সবচেয়ে বড় ব্যাপার হলো যেখানে জাতীয় দল খেলতে যাবে, সেখানে ‘এ’ দল আগে যাচ্ছে। সাধারণত ভারতীয় দলের ক্ষেত্রে আমরা এমনটা দেখি।’

সর্বশেষ খবর