সোমবার, ১২ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

৭৭ রানের বড় জয় এইচপির

ক্রীড়া প্রতিবেদক

৭৭ রানের বড় জয় এইচপির

আইপিএলের পর সবচেয়ে পরিচিত টি-২০ লিগ বিগ ব্যাশ। ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। তারকা ক্রিকেটাররা টুর্নামেন্টটিতে খেলেন। বিগ ব্যাশের অন্যতম শক্তিশালী দল মেলবোর্ন রেনেগেডস। দলটি আবার বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে একেবারে অপরিচিত নয়। রেনেগেডসে খেলেছেন টাইগারদের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। গতকাল মেলবোর্ন রেনেগেডসকে পাত্তাই দেয়নি হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিট। ডারউইনে টপ অ্যান্ড টি-২০ সিরিজে নিজেদের প্রথম ম্যাচে মেলবোর্ন রেনেগেডসকে ৭৭ রানে হারিয়েছে এইচপি। দলটির ৬ উইকেটে ১৭০ রানের জবাবে রেনেগেডস ৯৩ রানে অলআউট হয়েছে। এইচপির পক্ষে ম্যাচসেরা পারভেজ হোসেন ইমন ৬৯ রান করেছেন মাত্র ৪৮ বলে ৭ চার ও ২ ছক্কায়। ৪ উইকেট নেন পেসার রিপন মন্ডল ও  ৩ উইকেট নেন বাঁ হাতি স্পিনার রাকিবুল ইসলাম। বাংলাদেশ সময় আজ দুপুর আড়াইটায় তাসমানিয়ার বিপক্ষে খেলবে এইচপি।  দারুণ ছন্দে রয়েছেন পারভেজ ইমন। তারপরও তাকে টি-২০ বিশ্বকাপে সুযোগ দেওয়া হয়নি। ২০ ওভারের বিশ্বকাপে দারুণভাবে ব্যর্থ হয়েছেন ওপেনাররা।

তখন সমালোচনায় বিদ্ধ হয়েছেন হেড কোচ চন্ডিকা হাথুরাসিংহেসহ টিম ম্যানেজমেন্ট। এখন দেখা যাচ্ছে, ইমনকে বিশ্বকাপে না খেলানোটা অন্যায় হয়েছে। এইচপির হয়ে দারুণ খেলছেন। গতকাল রেনেগেডসের বিপক্ষে ৪৮ বলে ৬৯ রান করেন। এ ছাড়া শামীম হোসেন ২৫ বলে অপরাজিত ২৫, অধিনায়ক আকবর আলি ১২ বলে ২১ রান করেন। জবাবে এইচপির সাঁড়াশি আক্রমণে ১৫.২ ওভারে ৯৩ রানে অলআউট হয়। রিপন ১২ রানে ৪টি, রাকিবুল ২১ রানে ৩টি এবং ২টি করে উইকেট নেন অ্যালিস ইসলাম ও আবু হায়দার রনি।  

সর্বশেষ খবর