সোমবার, ১২ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

প্যারিস অলিম্পিক

প্যারিস অলিম্পিক

ফুটবলে সোনা যুক্তরাষ্ট্রের মেয়েদের : অলিম্পিক ফুটবলে সোনার পদক জয় করেছে যুক্তরাষ্ট্রের মেয়েরা। ফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে ব্রাজিলকে। জয়সূচক গোলটি করেন ম্যালোরি সোয়ানসন। পঞ্চম বারের মতো ফুটবলে সোনা জয় করল যুক্তরাষ্ট্র। এর আগে ১৯৯৬, ২০০৪, ২০০৮ ও ২০১২ সালেও সোনা জেতে তারা।

পানির রানি স্পেন : ওয়াটার পোলোতে সোনার পদক জয় করেছে স্পেনের মেয়েরা। তারা ফাইনালে ১১-৯ গোলে পরাজিত করেছে অস্ট্রেলিয়াকে। এর আগে দুবার ফাইনাল খেললেও সোনা জিততে পারেনি স্পেনের মেয়েরা। ২০১২ ও ২০২০ সালে যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হয় তারা।

শৈল্পিক সাঁতারে চীনই সেরা : শৈল্পিক সাঁতারের (আর্টিস্টিক সুইমিং) দুটি সোনাই জয় করল চীন। আগেই জিতেছে দলগত ইভেন্ট। এবার দ্বৈত ইভেন্টে চীনকে সোনা উপহার দিলেন ওয়াঙ কিয়ানি ও ওয়াঙ লিউয়ি জুটি। প্রথম বারের মতো এ ইভেন্টে সোনা জিতেছে চীন।

বাস্কেটবলে যুক্তরাষ্ট্রের টানা পাঁচ : বাস্কেটবলে টানা পঞ্চম সোনা জয় করল যুক্তরাষ্ট্রের ছেলেরা। ফাইনালে এবার লেবরন জেমসরা ৯৮-৮৭ পয়েন্টে হারিয়েছেন ফ্রান্সকে। সবমিলে অলিম্পিক বাস্কেটবলে ২১ বারের মধ্যে ১৭ বার চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র। ২০০৪ সালের পর আর অলিম্পিক বাস্কেটবলে পরাজিত হয়নি যুক্তরাষ্ট্র।

সর্বশেষ খবর