সোমবার, ১২ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

রেকর্ড গড়ে প্যান্টাথলনের সোনা জিতলেন মিশেল

ক্রীড়া ডেস্ক

রেকর্ড গড়ে প্যান্টাথলনের সোনা জিতলেন মিশেল

অলিম্পিকে মডার্ন প্যান্টাথলনের সোনা জয় করেছেন হাঙ্গেরির মেয়ে মিশেল গুলিয়াস। ফাইনালে তিনি মোট ১৪৬১ স্কোর গড়েছেন। বিশ্ব রেকর্ড গড়ে সেরা হয়েছেন তিনি। এ ইভেন্টে ফ্রান্সের এলোডি ক্লোভেল ১৪৫২ স্কোর গড়ে রুপা এবং দক্ষিণ কোরিয়ার সিয়ঙ সিয়াঙ মিন ১৪৪১ স্কোর করে ব্রোঞ্জ পদক জয় করেছেন। মডার্ন প্যান্টাথলনে সাঁতার, ফেন্সিং, রাইডিং এবং লেসার রান প্রতিযোগিতায় লড়াই করতে হয়। অলিম্পিকে এ ইভেন্টে পদক জয়ের তালিকায় এককভাবে শীর্ষে উঠে এসেছে হাঙ্গেরি। ১০টি সোনার পদকসহ এ ইভেন্টে মোট ২৪টি পদক জয় করেছে হাঙ্গেরি। সুইডিশরা আছে দুই নম্বরে। তারা ৯টি সোনার পদকসহ মোট ২১টি পদক জয় করেছে। প্যারিস অলিম্পিকে মোট ৬টি সোনার পদক জয় করেছে হাঙ্গেরি।

 এ ছাড়া ৭টি রুপা এবং ৬টি ব্রোঞ্জ পদক জয় করেছে দেশটি।

সর্বশেষ খবর