শিরোনাম
মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বিদায় জানাল প্যারিস

ক্রীড়া ডেস্ক

বিদায় জানাল প্যারিস

শেষ হয়ে গেল প্যারিস অলিম্পিক। গত ২৬ জুলাই অভূতপূর্ব উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছিল দি গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এ ক্রীড়াযজ্ঞ। গত রবিবার গভীর রাতে প্যারিসের স্টেড দি ফ্রান্সে আড়ম্বরপূর্ণ আয়োজনে শেষ হলো এ আসর। সমাপনী অনুষ্ঠানে ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। আর ছিলেন আইওসি প্রেসিডেন্ট থমাস বাথ। লস অ্যাঞ্জেলসের মেয়রের কাছে অলিম্পিক পতাকা হস্তান্তর করা হয়। সেই পতাকা নিয়ে টম ক্রুজ মোটর বাইকে ছুটে চলেন। প্যারিসের সমাপনী অনুষ্ঠানে ছিল নানা আয়োজন। পতাকা নিয়ে দলগুলোর মার্চপাস্ট তো ছিলই। পাশাপাশি ছিল আতশবাজি, মনোজ্ঞ সংগীত ও নৃত্য পরিবেশনা। প্যারিস অলিম্পিক শেষ হলো যুক্তরাষ্ট্রের আধিপত্যের মধ্য দিয়েই। শেষ দিনে মেয়েদের বাস্কেটবলে শেষ মুহূর্তে সোনার পদক জয় করে চীনের সমান্তরালে পৌঁছায় তারা। দুই দলই সোনার পদক জয় করেছে ৪০টি করে। তবে মোট পদক জয়ের তালিকায় অনেক এগিয়ে যুক্তরাষ্ট্র। তারা মোট ১২৬টি পদক জয় করেছে। চীন ৪০টি সোনা, ২৭টি রুপা এবং ২৪টি ব্রোঞ্জ পদক জয় করেছে (মোট ৯১টি)। দুই দেশের মধ্যে সব সময়ই সোনার পদকের লড়াই চলে। গতবার যুক্তরাষ্ট্র মাত্র একটি সোনার পদকে এগিয়ে ছিল। চীন জয় করেছিল ৩৮টি। যুক্তরাষ্ট্র ৩৯টি। এবার সেই একটি পদকের ব্যবধানও ঘুচিয়ে দিল চীন। তবে সামনের আসরে যুক্তরাষ্ট্রের আধিপত্যই দেখা যেতে পারে। ২০২৮ সালে অলিম্পিকের আসর হবে যুক্তরাষ্ট্রের শহর লস অ্যাঞ্জেলসে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর