শিরোনাম
মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ভুটান গেলেন সাবিনারা

ক্রীড়া প্রতিবেদক

ভুটান গেলেন সাবিনারা

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অধীনে প্রথমবার মাঠে গড়াচ্ছে নারী চ্যাম্পিয়নশিপ লিগ। অথচ প্রথম আসরে বাংলাদেশের কোনো ক্লাব খেলতে পারছে না বাফুফের দায়িত্বহীনতায়। এন্টি না করায় ইতিহাসের সাক্ষী হতে পারল না বাংলাদেশের কোনো নারী ক্লাব। অথচ ফেডারেশনের নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ উদ্যোগ নিলেই তা সম্ভব হতো। যাক ক্লাব না খেললেও সাবিনা খাতুনরা ঠিকই ইতিহাসের সাক্ষী হয়ে থাকছেন। জাতীয় নারী দলের অধিনায়ক ছাড়া মারিয়া মান্ডা, মনিকা চাকমা ও ঋতুপর্ণা ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজ এফসির হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর