শিরোনাম
বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বাফুফের অনুরোধে ফিফার না

ক্রীড়া প্রতিবেদক

বাফুফের অনুরোধে ফিফার না

দেশে রাজনৈতিক পট পরিবর্তন ও বিরাজমান পরিস্থিতির কারণে ফিফার কাছে বাফুফে অনুরোধ রেখেছিল পেশাদার ফুটবলে চলমান দলবদলের সময় বাড়ানোর জন্য। সেই আবেদনে সাড়া দেয়নি বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি। গতকাল তারা জানিয়ে দিয়েছে নির্ধারিত সময় ১৯ আগস্টের মধ্যে দলবদল শেষ করতেই হবে। ফিফার কাছে বাফুফে এটাও জানিয়েছিল ঢাকা আবাহনী, শেখ জামাল ও ফর্টিস এফসি ক্লাব ঘরোয়া ফুটবলে অন্যতম সেরা দল। তিন ক্লাব বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাঙচুর হয়। তিন ক্লাবই বাফুফের কাছে আবেদন করেছিল দলবদলের সময় বাড়ানোর। ফিফা তাও মানেনি। তারা বলেছে, আন্তর্জাতিক পঞ্জিকা মেনেই বাংলাদেশে ঘরোয়া আসর করতে হবে। এ ছাড়া বিকল্প কোনো পথ নেই। উল্লেখ্য, ১ জুন থেকে দলবদল শুরু হলেও এখনো অনেক ক্লাব ঘর গোছাতে পারেনি। ফিফার এই আদেশের পর তারা কীভাবে মাঠে নামবে এ নিয়ে চিন্তায় রয়েছে।

সর্বশেষ খবর