শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
ইংলিশ প্রিমিয়ার লিগ

শুরুতেই মাঠে নামছে ম্যানইউ

ক্রীড়া ডেস্ক

শুরুতেই মাঠে নামছে ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমের শুরুতেই মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। আজ রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ফুলহ্যামের মুখোমুখি হবে রেড ডেভিল খ্যাত দলটা। নতুন মৌসুমের জন্য পুরোপুরিই প্রস্তুত ম্যানইউ। টেন হ্যাগের অধীনে দলটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আলেক্স ফার্গুসনের অধীনে ২০১২-১৩ মৌসুমে শেষবার ইংলিশ প্রিমিয়ার লিগ জয় করে ম্যানইউ। এরপর আর লিগ জয় করতে পারেনি তারা। অথচ ফার্গুসন যুগে ম্যানইউর কাছ থেকে শিরোপা কেড়ে নেওয়া ছিল সবচেয়ে কঠিন কাজ। অবশ্য গত কয়েক মৌসুমে ম্যানইউ বেশ ভালো লড়াই করছে। শিরোপা জয়ের কাছাকাছিও গেছে তারা। মাঝখানে চ্যাম্পিয়ন্স লিগের বাইরে চলে গিয়েছিল। এখন চ্যাম্পিয়ন্স লিগে ফিরেছে। নতুন মৌসুমে পুরনো ম্যানইউকেই খুঁজবেন অনেকে। তবে ম্যানচেস্টার সিটির আধিপত্য আরও কয়েক বছর থাকতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগে। টানা চারবারের চ্যাম্পিয়ন পেপ গার্ডিওলার দল ম্যানসিটি। টানা পঞ্চম শিরোপা জয়ের মিশনে নামছে তারা। সবমিলে ম্যানসিটি ইংলিশ লিগ জয় করেছে আটবার। এবারও কি তাদেরই আধিপত্য দেখা যাবে? নাকি লিভারপুল, আর্সেনাল, চেলসি কিংবা ম্যানইউ শিরোপা জয়ের স্বাদ নিতে পারবে? আর্সেনাল শেষবার লিগ শিরোপা জয় করেছে ২০০৩-০৪ মৌসুমে। লিভারপুল শেষবার লিগ জিতেছে ২০১৯-২০ মৌসুমে। ২০১৬-১৭ মৌসুমে শেষবার লিগ জয় করেছে চেলসি। ম্যানসিটির আধিপত্য শেষ করতে চায় সবাই। তবে আরলিং হলান্ড আর ডি ব্রুইনদের নিয়ে গড়া দলটা বর্তমান বিশ্বে সেরা হিসেবেই পরিচিত।

 

সর্বশেষ খবর