শনিবার, ১৭ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

সাফ জয়ের লক্ষ্যে যুবাদের নেপাল যাত্রা

ক্রীড়া প্রতিবেদক

সাফ জয়ের লক্ষ্যে যুবাদের নেপাল যাত্রা

কাল থেকে নেপালে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। এ টুর্নামেন্টে অংশ নিতে গতকাল নেপাল গেছে বাংলাদেশের যুবারা। যাত্রার আগে সাফ জয়ের দৃঢ় প্রত্যয় জানিয়ে গেছেন মারুফুল হকের শিষ্যরা।

উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির কারণে ভালো করে প্রস্তুতি নিতে পারেননি ফুটবলাররা। তবে বেশিরভাগ ফুটবলারই লিগে খেলেছেন। কয়েকজন আছেন জাতীয় দলের। সব মিলে দলটা ভালো। এ কারণে আশাবাদী তারা। দলের ফরোয়ার্ড রাব্বি বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হয়ে ফিরব।’ তিনি জানান, কোচ মারুফুল হকের অধীনে নতুন কৌশল রপ্ত করছে দল। বিল্ড-আপ পদ্ধতির ফুটবল খেলাচ্ছেন নতুন কোচ। খুব বেশি দিন সময় না পেলেও এ কৌশলেই খেলবে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ খেলবে এ গ্রুপে। এ গ্রুপে স্বাগতিক নেপাল ও শ্রীলঙ্কা আছে। বি গ্রুপে খেলবে ভারত, মালদ্বীপ ও ভুটান। কাল উদ্বোধনী দিনে শ্রীলঙ্কা-নেপাল মুখোমুখি হচ্ছে। বাংলাদেশ ২০ আগস্ট শ্রীলঙ্কা এবং ২২ আগস্ট নেপালের মুখোমুখি হবে। এর আগে ২০২২ সালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে ভারতের কাছে ৫-২ গোলে হেরে শিরোপাবঞ্চিত হয়েছিল বাংলাদেশের যুবারা। এবার সেই অপূর্ণ কাজটাই পূর্ণ করতে চায় তারা।

সর্বশেষ খবর