শনিবার, ১৭ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশ সিরিজে খেলার প্রত্যাশা নেই সরফরাজের

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ সিরিজে খেলার প্রত্যাশা নেই সরফরাজের

চলতি বছর ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সরফরাজ খানের। ২৬ বছর বয়সি সরফরাজ অভিষেক সিরিজেই আলো ছড়িয়েছেন ব্যাটিংয়ে। প্রয়োজনীয় সময়ে গুরুত্বপূর্ণ ব্যাটিং করে দলকে জয়ী করেছেন কিংবা হার এড়িয়েছেন। গেল মার্চে ইংলিশদের বিপক্ষে ৩ টেস্ট ম্যাচ সিরিজের ছয় ইনিংসে তিন হাফ সেঞ্চুরিতে ২০০ রান করেছিলেন। এত ভালো একটা সিরিজ খেলার পরও সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে চেন্নাই ও কানপুরে দুটি টেস্টে খেলার প্রত্যাশা করেন না। তবে সুযোগ এলে প্রস্তুত থাকবেন বলে জানিয়েছেন ২৬ বছর বয়সি সরফরাজ। তিনি বলেন, ‘আমার বাড়তি কোনো প্রত্যাশা নেই। কিন্তু সুযোগ পেলে প্রস্তুত থাকব। আমি সব সময় যা করে এসেছি, সেটা বদলানোর কারণ নেই। আর কেউ ক্যারিয়ারের শুরুতে সুযোগ পায়। কাউকে অপেক্ষা করতে হয়। আমি ভাগ্যবান ছিলাম। ঘরোয়াতে অনেক সময় কাটাতে পেরেছি। যা আমাকে আরও ভালো ব্যাটসম্যান হিসেবে গড়ে তুলেছে। অভিষেকের শুরুর তিন বলে স্নায়ুচাপে ভুগছিলাম। তার পর থেকে নিয়ন্ত্রণে ছিলাম। ঘরোয়াতে যা করতাম, টেস্টেও তাই করছিলাম।’ সরফরাজ চিন্তিত দলে জায়গা পাওয়া নিয়ে বিরাট কোহলি ফিরবেন বলে। আগামী সেপ্টেম্বরে দুটি টেস্ট ম্যাচ খেলতে ভারতে যাবে বাংলাদেশ দল। ১৯-২৩ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট এবং ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর কানপুরে দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ-ভারত। এছাড়াও ভারত সফরে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে নাজমুলবাহিনী।

 

 

সর্বশেষ খবর