শনিবার, ১৭ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

৩৪ শটের টাইব্রেকারে নায়ক আয়াক্স গোলরক্ষক

ক্রীড়া ডেস্ক

৩৪ শটের টাইব্রেকারে নায়ক আয়াক্স গোলরক্ষক

দুর্দান্ত এক ফুটবল ম্যাচ দেখল সমর্থকরা। উয়েফা ইউরোপা লিগে থার্ড কোয়ালিফাইং রাউন্ডে দ্বিতীয় লেগের লড়াইয়ে আয়াক্সকে ১-০ গোলে পরাজিত করে গ্রিক ক্লাব প্যানাথিনাকস। প্রথম লেগে আয়াক্স জিতেছিল ১-০ গোলে। এর ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এরপরই শুরু হয় শ্বাসরুদ্ধকর লড়াই। একের পর এক শুট চলতেই থাকে। কখনো আয়াক্স, কখনো প্যানাথিনাকস গোলের সুযোগ হারায়। তবে লড়াইটা চলতে থাকে সমানতালে। দুই দল একে একে ৩৪টা শুট করে। শেষ পর্যন্ত ম্যাচটা ১৩-১২ ব্যবধানে জয় করে ডাচ ক্লাব আয়াক্স। দলটির ৪০ বছর বয়সি গোলরক্ষক রেমকো পাসভির ৫টি গোল সেভ করেন। পাশাপাশি শুট নিয়ে গোলও করেন তিনি। ৩৪ শটের টাইব্রেকারের এ ম্যাচে রেকর্ড গড়ল আয়াক্স-প্যানাথিনাকস। এর আগে উয়েফার টুর্নামেন্টে সর্বোচ্চ ৩২ শটের টাইব্রেকার হয়েছিল। ২০০৭ সালে উয়েফা অনূর্ধŸ-২১ চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে ইংল্যান্ডকে ১৩-১২ ব্যবধানে হারিয়েছিল নেদারল্যান্ডস। অবশ্য টাইব্রেকারের বিশ্ব রেকর্ড এখনো অনেক দূরে। ৫৬ শটের। কয়েক মাস আগে ইসরায়েলের একটি লিগে এ রেকর্ড হয়। ইউরোপা লিগে ম্যাচটা জিতে প্লে-অফ রাউন্ডে উঠল আয়াক্স। পোল্যান্ডের জাগিয়েলোনিয়ার মুখোমুখি হবে তারা।

সর্বশেষ খবর