রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

সেমিফাইনালে এইচপি

ক্রীড়া প্রতিবেদক

সেমিফাইনালে এইচপি

টার্গেট ১৩০ রান। ওভার প্রতি মাত্র ৬.৫। টি-২০ ক্রিকেটে আকাশসমান টার্গেট নয়। তারপরও একসময় মনে হচ্ছিল, এইচপির জন্য আকাশসমান টার্গেট। শেষ ৩ ওভারে প্রয়োজন ছিল ৩৬ রান। ক্রিচেলের প্রথম বলে বাউন্ডারি মারেন মাহফুজুর রহমান। পরের দুই বলে আরও দুটি ছক্কা মারেন। সমীকরণে টার্গেট কমে ১৮ রানে দাঁড়ায়। কিন্তু মাহফুজুর রহমান বিধ্বংসী ব্যাটিং করে ১৩ বলে ৩২ রানের অপরাজিত ইনিংস খেললে পার্থ স্কচার্সকে ৩ উইকেটে হারিয়ে টপ অ্যান্ড সিরিজের সেমিফাইনালে উঠে হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিট। সেমিফাইনালে এইচপির প্রতিপক্ষ পাকিস্তান শাহীন্স বা পাকিস্তান ‘এ’। ৭ দলের টুর্নামেন্টে প্রতিটি দল খেলেছে ৬টি করে ম্যাচ। প্রথম ম্যাচে জিতলেও পরের দুটি হেরে যায় এইচপি। শেষ তিন ম্যাচে দুটি জিতে সেমিফাইনালে ওঠেন আকবর আলিরা। গতকাল প্রথম ব্যাটিংয়ে পার্থ ২০ ওভারে ৫ উইকেটে ১২৯ রান করে। দলটির পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন ওয়ালি। এইচপির রিপন মণ্ডল ১৯ রানে ২টি, রাকিবুল হাসান ২৭ রানে ২টি উইকেট নেন। ১৩০ রান টপকে যায় এইচপি ১৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে। দলটির পক্ষে আকবর আলি ৩৫, মাহফুজুর রহমান অপরাজিত ৩২, শামীম হাসান ১৬, জিসান হাসান ২৬ রান করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর