রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

সাফে শুরু যুবাদের লড়াই

ক্রীড়া ডেস্ক

সাফে শুরু যুবাদের লড়াই

বাংলাদেশের কোচ মারূফুল হক

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আজ থেকে। নেপালের আনফা কমপ্লেক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যুবাদের এই টুর্নামেন্ট। আজ বিকালে স্বাগতিক নেপাল ও শ্রীলঙ্কা উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে। এ গ্রুপে খেলছে এই দুটি দল। এই গ্রুপে এ ছাড়াও আছে বাংলাদেশ। বি গ্রুপে খেলবে ভারত, মালদ্বীপ ও ভুটান। বাংলাদেশ মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। গ্রুপ পর্বে যুবারা স্বাগতিক নেপালের মুখোমুখি হবে ২২ আগস্ট। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ২০২২ সালে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেবার ভারতের কাছে ৫-২ গোলে হেরে শিরোপাবঞ্চিত হয় যুবারা। তবে এবার আর অতীতের ভুল করতে রাজি নন তারা। নতুন কোচ মারূফুল হকের প্রশিক্ষণে নিজেদের প্রস্তুত করে নিয়েছেন। কোচ মারূফ গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা মাত্র দুই সপ্তাহ সময় পেয়েছি প্রস্তুতির। তারপরও ফুটবলারদের ফিটনেস নিয়ে কাজ করেছি।

টেকনিক্যাল দিকগুলো নিয়ে কাজ করেছি।’ দেশের মানুষকে ভালো ফল উপহার দিতে চান কোচ ও ফুটবলাররা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর