রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশ-ভারত ম্যাচ বাতিলের হুমকি

বাংলাদেশ-ভারত ম্যাচ বাতিলের হুমকি

আগামী মাসে ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও অক্টোবরে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। গোয়ালিয়ারে ৬ অক্টোবর টি-২০-এর প্রথম ম্যাচ। তবে সে ম্যাচ নিয়ে শঙ্কার খবর জানিয়েছে ভারতীয় সরকারি বার্তা সংস্থা পিটিআই। গোয়ালিয়ারের সে ম্যাচের বিরোধিতা করেছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। দ্য প্রিন্টের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৪ আগস্ট হিন্দু মহাসভার সহসভাপতি ডা. জয়বীর ভরদ্বাজ সাংবাদিকদের বলেন, ‘আমরা যে কোনো উপায়ে ম্যাচ বাতিলের চেষ্টা চালাব। এ অপ্রীতিকর ঘটনা এড়াতে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ম্যাচ বাতিলের আবেদন জানাব।’ এর পরও চেষ্টা চালালে হামলার হুমকি দিয়েছে সংগঠনটি। জয়বীর বলেছেন, ‘বাংলাদেশের হিন্দুদের ওপর হামলা চালানো হচ্ছে। মন্দিরে চলছে ভাঙচুর। এ অবস্থায় কোনোভাবেই বাংলাদেশকে গোয়ালিয়রে খেলতে দেওয়া যায় না। যে কোনো কিছুর বিনিময়ে তাদের প্রতিরোধ করতে প্রস্তুত আমরা।’

সর্বশেষ খবর