সোমবার, ১৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

দ্বিতীয় টেস্টও রাওয়ালপিন্ডিতে

ক্রীড়া প্রতিবেদক

দ্বিতীয় টেস্টও রাওয়ালপিন্ডিতে

রাওয়ালপিন্ডিতে সতীর্থদের নিয়ে অনুশীলনে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সৌজন্যে : পিসিবি

বুধবার রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হওয়ার কথা করাচিতে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য করাচি ন্যাশনাল স্টেডিয়ামের সংস্কার হচ্ছে। সেজন্য দর্শকশূন্য স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট আয়োজনের পরিকল্পনা ছিল পিসিবির। অবশ্য পিসিবি ক্রিকেটারদের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে দ্বিতীয় টেস্টের ভেন্যু পরিবর্তন করেছে। প্রথম টেস্টের মতো এখন দ্বিতীয় টেস্টও হবে রাওয়ালপিন্ডিতে। গতকাল আনুষ্ঠানিকভাবে এই পরিবর্তনের কথা জানায় পিসিবি। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ২১-২৫ আগস্ট এবং দ্বিতীয় টেস্ট ৩০ আগস্ট-৩ সেপ্টেম্বর। টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা। ২০২০ সালে এই রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ এবং হেরেছিল ইনিংস ও ৪৪ রানে। করাচির টেস্ট ভেন্যু বদলের ব্যাখ্যায় পিসিবি বিজ্ঞপিতে বলেছে, ‘মাঠটি প্রস্তুত হওয়ার সম্ভাব্য সময়ের বিষয়ে ব্যাপারে আমরা নির্মাণ বিশেষজ্ঞদের থেকে জানতে পেরেছি। তারা জানিয়েছিল, খেলা চলাকালেও নির্মাণকাজ চলতে পারে। তবে, সৃষ্ট শব্দদূষণে ব্যাঘাত ঘটতে পারে ক্রিকেটারদের। এ ছাড়া ধুলাবালির কারণে ক্রিকেট, অফিশিয়াল, ব্রডকাস্টার ও সংবাদকর্মীদের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে।’ টেস্ট খেলা দেখার জন্য দর্শকদের টিকিট কেটে দেখতে হবে। আজ টিকিট বিক্রয় শুরু হবে। টেস্ট সিরিজের জন্য নাজমুল হোসেন শান্তরা ১৪-১৬ আগস্ট অনুশীলন করেছেন লাহোরে। পরশু রাতে রাওয়ালপিন্ডিতে পা রাখেন টাইগাররা। গতকাল অনুশীলন করেছেন ক্রিকেটাররা। পাকিস্তান ‘এ’র বিপক্ষে চার দিনের ম্যাচে গ্রোইন ইনজুরিতে পড়েন মাহামুদুল হাসান জয়। এজন্য তাকে প্রথম টেস্ট মিস করবেন। ফিজিও বায়েজিদুল ইসলাম আশা করছেন, দ্বিতীয় টেস্টে ফিরে পাওয়ার, ‘জয়ের যে ইনজুরি, সাধারণত ১০-১২ দিন মাঠের বাইরে থাকতে হবে। এজন্য প্রথম টেস্ট মিস করবেন। তবে দ্বিতীয় টেস্টের আগে ফিট হবে আশা করছি।’

সর্বশেষ খবর