সোমবার, ১৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

শিরোপা জেতা হলো না এইচপির

ক্রীড়া প্রতিবেদক

শিরোপা জেতা হলো না এইচপির

সকালে শ্বাসরুদ্ধকর সেমিফাইনাল খেলে হাইপারফরম্যান্স (এইচপি) স্কোয়াড। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে বিকালে খেলে ফাইনাল। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় টপ এন্ড টি-২০ ফাইনাল জিততে পারেনি আকবর আলির এইচপি। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিধ্বংসী বোলিংয়ে ৩২ রানে হেরে চ্যাম্পিয়ন হতে পারেনি। রানার্সআপেই সন্তুষ্ট থাকতে হয়েছে। বিগব্যাশের একবারের চ্যাম্পিয়ন অ্যাডিলেডের সংগ্রহ ৭ উইকেটে ১৬৯ রান। ১৭০ রানের টার্গেটে এইচপি ১৯.৫ ওভারে অলআউট হয় ১৩৭ রানে। সেমিফাইনালে এইচপি ২১ রানে হারিয়েছিল নর্দার্ন টেরিটরি স্ট্রাইককে। আকবর বাহিনী সেমিতে করেছিল ২০ ওভারে ৬ উইকেটে ১৩৮ রান। প্রতিপক্ষ নর্দার্ন টেরিটরি ৯ উইকেটে ১১৭ রান করে। বিগব্যাশের সাবেক চ্যাম্পিয়নদের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন টম ও’কনেল। তার ৩৩ বলের বিধ্বংসী ইনিংসটিতে ছিল ৫টি চার ও ২টি ছক্কা। এ ছাড়া রায়ান কিং ১৯ বলে ৫ চারে ৩৫, লিয়াম স্কট ১৮ বলে ২টি করে চার ও ছক্কায় ৩০ রান করেন। এইচপির রিপন মন্ডল ৩৭ রানে ২টি এবং ১টি করে উইকেট নেন রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি ও আফিফ হোসেন। ১৭০ রানের টার্গেটে বড় কোনো ইনিংস খেলতে পারেননি এইচপির কোনো ব্যাটার। বাঁ হাতি ওপেনার তানজিদ তামিম ৩৫ রান করেন ২৯ বলে ২ চার ও ১ ছক্কায়। আফিফ ১৮ রান করেন ১৩ বলে ২ চারে, মাহফুজ ১৯ বলে ৩ চারে ২১ রান করেন। এর আগে এইচপি দুটি চারদিনের ম্যাচ খেলেছে পাকিস্তান শাহিন্স বা পাকিস্তান ‘এ‘ দলের বিপক্ষে। প্রথমটি হারলেও দ্বিতীয়টি জিতে সিরিজে সমতা আনে।

সর্বশেষ খবর